মাদারীপুরের কালকিনি উপজেলায় বাতাসে উড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ‘ছয়টি ঘরের’ টিনের চাল। এতে আতঙ্ক বিরাজ করছে উপকারভোগীদের মধ্যে।
শনিবার ভোরে বৃষ্টির সঙ্গে সামান্য বাতাসে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চরঠেঙ্গামারা এলাকার আশ্রয়ণ প্রকল্পের কয়েকটি ঘরের বারান্দাসহ ছাউনির টিন উড়ে যায়।
স্থানীয়দের দাবি, দায়সারাভাবে কাজ করা এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার কারণেই এ অবস্থা হয়েছে।

স্থানীয় বাসিন্দা হাসমত আলী বলেন, “ভোর রাতে বৃষ্টি হয়েছে। সঙ্গে সামান্য বাতাস। এতে এলাকায় তেমন কোনো ক্ষতি হয়নি।”
মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মাসুদ পারভেজ বলেন, “সরকার গৃহহীনদের বসবাসের জন্য ঘর নির্মাণ করেছে। এটা ভালো কাজ। কিন্তু কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে নির্মাণের এক মাসে মধ্যেই ঘরে চাল উড়ে গেছ।
“বিষয়টি তদন্ত করে অনিয়মের সঙ্গে জতিদের বিচারের আওতায় আনার দাবি জানাই।”

এ ব্যাপারে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিংকী সাহাকে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
মাদারীপুর জেলা প্রশাসক রহিমা খাতুন বলেন, “ঝড়ের কারণে চারটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো সকালেই মেরামত করে দেওয়া হয়েছে।”
নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করেছে কি-না প্রশ্নে তিনি বলেন, “খোলা স্থানের ঘর বানানোর কারণে এমন হয়েছে।”বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম