কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান আলহাজ্ব শফিউল আজম শেফু’র সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাবুল কান্তি দাশ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর চৌধুরী বলেন – দেশের উন্নয়ন সমৃদ্ধির অন্যতম নিয়ামক নারী শিক্ষা। মেয়েদের যত শিক্ষিত করে তোলা যাবে পরিবার সমাজ রাষ্ট্র ততবেশী আলোকিত হবে এগিয়ে যাবে। আমাদের মনোযোগী হতে হবে নারী শিক্ষার প্রসারে। বিশেষত প্রান্তিক জনগোষ্ঠীর মেয়েদের যতবেশি সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারব ততবেশী প্রগতির রথ বেগবান হবে। নবীনরা বঙ্গবন্ধুর আদর্শিক চর্চায় থেকে সুশিক্ষা গ্রহণ করে দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলবে। আলোচনায় অংশ নেন দীপক কুমার চৌধুরী, শুভাশিষ দাশগুপ্ত মুনমুন, মুনমুন চক্রবর্তী, প্রিয়াংকা বিশ্বাস,মোঃ সেকান্দর শাহ্,কবি আসিফ ইকবাল, শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশিস নাথ, লিপি রাণী শীল, মৌলানা মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, এনামুল হক, প্রকাশ ঘোষ, শিক্ষার্থী শাহীন আক্তার,পুস্পিতা চৌধুরী,উম্মে হাবিবা, সংগীত, নৃত্য এবং আবৃত্তিতে অংশ নেন রাজশ্রী চৌধুরী, পুনম চক্রবর্তী, ইতি দে, মীম ঘোষ, অথৈ চৌধুরী, দীঘি চৌধুরী, অনন্যা চৌধুরী, মিথিলা শীল, সৃষ্টি চৌধুরী, পূজা দাশ, স্নেহা চৌধুরী, অর্পা চৌধুরী, অদিতি বিশ্বাস, ইসরাত জাহান মুন, অপর্ণা বিশ্বাস, হৈমন্তী দেবী, ঊর্মিলা দত্ত। বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।