খাগড়াছড়ি দীঘিনালার ৯ মাইল এলাকায় থেকে সশস্ত্র চাঁদাবাজদেরে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১মার্চ) সকাল সাড়ে ৯টায় দীঘিনালা জোনের ওয়ারেন্ট অফিসার মো: বাবলুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। দীঘিনালা জোনের ৪ই বেংগলের জোনাল স্টাফ অফিসার জানান, সশস্ত্র চাঁদাবাজরা যানবাহনের পাশাপাশি সম্প্রতি ভেঙ্গে যাওয়া মাইনি সেঁতু সংস্কারের সরঞ্জাম বহনকারী বেসামরিক গাড়ী হতেও মোটা অংকের চাঁদা দাবী করে । গোপন তথ্যের ভিত্তিতে দীঘিনালা জোন অভিযান চালিয়ে ০১টি গাদা বন্দুক, ০১ টি দেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি, ০১ টি এ্যান্টিনা ও মোবাইলসহ তাদের ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা সকল সরঞ্জামাদি রেখে পালিয়ে যাওয়ায় কাউকে হাতে নাতে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ পূর্বক আটককৃত অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদি দীঘিনালা থানায় হস্তার করা হ।