নারীদের সাজের অংশ হিসেবে পোশাক যেমন বেশ গুরুত্ব পায়, একইভাবে নজরে থাকে গয়নাতেও। কেমন পোশাকের সঙ্গে আমরা কী ধরনের গয়না পরছি, তা সব সময়ই গুরুত্ব পায়। আবার কেমন জুতা পরছি, কোন ব্যাগটি নিচ্ছি সেদিকেও থাকে আলাদা নজর।
বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে গহনা ব্যবহার করা নারীদের কাছে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আর এ গয়নাকে যদি নতুন ছন্দে ব্যবহার করা যায় তাহলে আপনি হয়ে উঠবেন ট্রেন্ডি।
তেমনি একটি ফ্যাশন গহনা হলো টো-রিং। বাঙালি নারীদের কাছে চুটকি বা আঙট হিসেবেও পরিচিতি এটি। কিন্তু নারীরা কেন পরেন এই টো-রিং? সেটা নিয়েই ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ে একটি প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
কারা পরে এই টো-রিং?
এখন অনেক নারীরাই এই ধরনের টো-রিংকে ফ্যাশনের অঙ্গ হিসেবে বেছে নিয়েছেন। তারা পায়ের আঙুল সুন্দর করে সাজানোর জন্য রকমারি টো-রিং পরে থাকেন। সাধারণত, নারীদের রুপালি রঙের টো-রিং পরতে দেখা যায়। এ ছাড়া নানা ডিজাইনের টো-রিং বাজারে পাওয়া যায়। তবে হিন্দু বিবাহিত নারীরা বিয়ের চিহ্ন হিসেবেও পরে থাকেন এই রিং।
কোনো বৈজ্ঞানিক কারণ আছে কি?
আয়ুর্বেদ অনুসারে, পায়ের দ্বিতীয় আঙুলের মধ্যে থাকা একটি স্নায়ু সরাসরি জরায়ুর সঙ্গে যুক্ত। তাই এই আঙুলে যদি সামান্য চাপ দেয়া হয়, তবে নারীদের ঋতুচক্রে কোনো সমস্যা হয় না। সুস্থ জরায়ু নিশ্চিত করে এটি।
বিবাহিত নারীরা পায়ের দ্বিতীয় আঙুলে এবং অবিবাহিত নারীরা পায়ের তৃতীয় আঙুলে এই রিং পরে থাকেন। বলা হয় যে, তৃতীয় আঙুলে এই আংটি পরলে পিরিয়ডের যন্ত্রণাও কম হয়।
এই রিং কেন রুপার তৈরি হয়?
অনেকেই বিশ্বাস করে যে রুপা ভালো কন্ডাক্টর, যা নারীদের শরীর থেকে সবরকম নেগেটিভিটি বের করে দিতে পারে। এমন কথাও প্রচলিত আছে যে, বিবাহিত নারীদের যৌনজীবন সুস্থ রাখতেও সাহায্য করে এই রিং।
আপনার গয়নার বাক্সেও আছে টো-রিং?
সুস্থ থাকার জন্য এবং বিশ্বাস থেকে অনেক নারীরাই টো-রিং পরেন ঠিকই, কিন্তু বর্তমান ফ্যাশনে এই টো-রিং নারীদের সাজের অঙ্গও হয়ে উঠেছে। লং স্কার্ট বা শাড়ির সঙ্গে অনেক নারীরাই এই ধরনের টো-রিং পরে থাকেন। অক্সিডাইজের টো-রিং পরেন। রুপার নানা ডিজাইনের টো রিং পরেন। দেখতেও ভালো লাগে। পায়ের আঙুলের সৌন্দর্যও বাড়ে।
আপনিও কি টো-রিং পরতে ভালোবাসেন?
অনেকেই নানা ধরনের টো-রিং নিজেদের সংগ্রহে রাখতে ভালোবাসেন। তাদের গয়নার বাক্সে বেশ গুরুত্বপূর্ণ স্থানে থাকে এই রিং। কিন্তু এই রিং কেনার সময়ে কয়েকটি বিষয় খেয়াল রাখা দরকার। সেদিকে খেয়াল রাখুন এবং পছন্দের টো-রিং কিনে নিন।
– টো-রিং কেনার সময় অবশ্যই স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিন। সেটি পরে যেন আপনার পায়ের আঙুলে ব্যথা না লাগে।
– পায়ের আঙুলের ওপর চেপে না বসে এই টো-রিং, সেদিকে খেয়াল রাখুন।
– খুব পাতলা টো-রিং না কেনাই ভালো, তবে আঙুল কেটে যেতে পারে।