শনিবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

হজের ব্যয় বাড়লো যেসব কারণে

মুক্তি৭১ ডেস্ক

মুয়াল্লিম ফি, বিমান ভাড়া ও সৌদি মুদ্রা রিয়ালের মূল্য বেড়ে যাওয়াসহ নানা কারণেই গত বছরের চেয়ে এ বছর হজের ব্যয় প্রায় দুই লাখ টাকা বেড়েছে। গত বছরের চেয়ে এ বছর বিমান ভাড়া বেড়েছে প্রায় ৫৮ হাজার টাকা। রিয়ালের মূল্য বেড়ে যাওয়ায় একজন হাজিকে অতিরিক্ত ব্যয় বহন করতে হবে প্রায় ৬৩ হাজার টাকা। মুয়াল্লিম ফি বেড়েছে প্রায় এক লাখ টাকা। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, আগামী ২৭ জুন থেকে সৌদি আরবে পবিত্র হজ পালিত হবে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। এই প্যাকেজের মূল্য গত বছর নির্ধারণ করা হয়েছিল ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। যদিও পরে আবার সৌদি কর্তৃপক্ষ হঠাৎ করে বিভিন্ন খাতে ব্যয় বাড়িয়ে দেওয়ায় অতিরিক্ত আরও ৫৯ হাজার টাকা ব্যয় করতে হয়েছে।

অপরদিকে, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে সর্বনিম্ন ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকায়।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, গত বছর হজের জন্য জনপ্রতি বিমান ভাড়া ধরা হয়েছিল এক লাখ ৪০ হাজার টাকা। এবার সেটা বেড়ে হয়েছে এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। এতে অতিরিক্ত খরচ বেড়ে যায় ৫৭ হাজার ৭৯৭ টাকা। মিনা ও আরাফাতের সার্ভিস বাবদ এবার সৌদি কর্তৃপক্ষকে দিতে হবে জনপ্রতি এক লাখ ৬০ হাজার ৬৩০ টাকা। গত বছর যা ছিল মাত্র ৬১ হাজার ২৩৬ টাকা। এক্ষেত্রে ব্যয় বেড়েছে ৯৯ হাজার ৩৯৫ টাকা। মিনা, আরাফা ও মুজদালিফায় উন্নতমানের বাস ও ট্রেন ভাড়া বাবদ এবার সৌদি কর্তৃপক্ষকে দিতে হবে জনপ্রতি ১৯ হাজার ৩৩৩ টাকা। গত বছর এটা ছিল মাত্র ৭ হাজার ২৯০ টাকা। এক্ষেত্রে ব্যয় বেড়েছে ১২ হাজার ৪৩ টাকা। এছাড়া জমজমের পানি, লাগেজ পরিবহন ফি, ভিসা ফি, খাওয়া খরচ ও হজ গাইড বাবদও ব্যয় বেড়েছে।

গত বছর (২০২২) সরকারি খরচের ক্ষেত্রে প্রতি রিয়ালের বিনিময় মূল্য ধরা হয়েছিল ২৪ দশমিক ৩০ টাকা। এবার সেটা বেড়ে বিনিময় মূল্য হয়েছে ২৮ দশমিক ৩৯ টাকা। যে কারণে সৌদি সরকারকে অতিরিক্ত বিনিময় মূল্য দিতে হবে ৬২ হাজার ৪৮৪ টাকা।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সরকারি ব্যবস্থাপনায় এ বছরের হজ প্যাকেজ ঘোষণা করেন। ওই সময় তিনি সাংবাদিকদের জানান, মিনার তাঁবুর ‘সি’ ক্যাটাগরির মূল্য অনুসারে সরকারি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। সৌদি সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি সই হয় গত ৯ জানুয়ারি। হজ চুক্তি অনুযায়ী, এ বছর হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন নির্ধারিত হয়েছে। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন পবিত্র হজব্রত পালন করতে পারবেন। এ বছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবে গমনকারী ১০০ শতাংশ হজযাত্রীর প্রি-এরাইভাল ইমিগ্রেশন ‘মক্কা রোড চুক্তি’ অনুযায়ী এই বিমানবন্দরেই অনুষ্ঠিত হবে।

কী কারণে এবার হজের খরচ এত বেড়ে গেলো জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, ‘হজের আনুষ্ঠানিকতার ক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষের অনেক সার্ভিস ক্যাটাগরিতে ফি বাড়ানো হয়েছে। এছাড়া ডলার ও সৌদি রিয়ালের মূল্য বৃদ্ধির কারণে বিমান ভাড়া বেড়েছে। এ কারণেই এবার হজের ব্যয় গত বছরের চেয়ে বেড়ে গেছে।’ তিনি বলেন, ‘সরকারি ব্যবস্থাপনায় হাজিদের সর্বোচ্চ সেবার বিষয়টি নিশ্চিতের চেষ্টা করা হবে।’

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘এবারই প্রথম বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজে সরকারের চেয়ে ১৫ হাজার টাকা কম ধরা হয়েছে। তাছাড়া সৌদি রিয়াল ও ডলারের মূল্য বৃদ্ধির কারণে বিমান ভাড়াসহ আনুষঙ্গিক খরচ বেড়ে গেছে। সৌদি কর্তৃপক্ষ তাদের বিভিন্ন সেবার সার্ভিস বাড়িয়েছে। যে কারণে গতবারের চেয়ে এবার হজের ব্যয় বেড়ে গেছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

যুদ্ধ পরিহার করে সমৃদ্ধির জন্য কাজ করুন : জাতিসংঘে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ ও সংঘাতের পথ পরিহার করে মানবজাতির কল্যাণ ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সকলকে একযোগে কাজ করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন।

বিস্তারিত »

চবিতে আবারও ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

এক দিনের ব্যবধানে আবারও সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই পক্ষ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শাখা ছাত্রলীগের দুপক্ষ সিক্সটি নাইন ও চুজ

বিস্তারিত »

আগামী নির্বাচনও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে: তথ্যমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশি পর্যবেক্ষক আসুক আর না আসুক, আগামী নির্বাচন

বিস্তারিত »

রাফির মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের শ্রদ্ধা

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক তরুণ ও মেধাবী ছাত্রনেতা শহীদ মো. ইরফান উদ্দিন রাফি’র ১০ম মৃত্যুবার্ষিকী পালন করেছে নগরের ২নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রদল। শুক্রবার (২২ সেপ্টেম্বর)

বিস্তারিত »

চবি ছাত্রলীগের লাগাম টেনে ধরা সময়ের দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের লাগাম টেনে ধরা সময়ের দাবি বলে মত প্রকাশ করেছেন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ

বিস্তারিত »

এবারের ‘ইত্যাদি’ সাদামাটির পাহাড়ে

আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নসম্পদ, মুক্তিযুদ্ধের গৌরবময় স্থান, আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, প্রাকৃতিক সৌন্দর্য ও জনগুরুত্বপূর্ণ স্থানগুলো সম্পর্কে জানতে এবং জানাতে দেশের বিভিন্ন স্থানে গিয়ে

বিস্তারিত »

ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি তরুণ, পেটে মিলল লম্বা এক ছুরি

নেপালে এক তরুণের তলপেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ১৫ সেন্টিমিটার দীর্ঘ একটি ধারালো ছুরি বের করা হয়েছে। ব্যথা নিয়ে আগের দিন ২২ বছর বয়সী ওই তরুণ

বিস্তারিত »

আজ রাজধানীর দুই প্রবেশমুখে বিএনপির সমাবেশ

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর দুই প্রবেশমুখে সমাবেশ করবে বিএনপি। একটি হবে উত্তরার আবদুল্লাহপুর পলওয়ে মার্কেট সংলগ্ন মাঠে, অন্যটি

বিস্তারিত »

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান নিশ্চিত করতে নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের প্রস্তাব বাস্তবায়নের পাশাপাশি রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনে তাদের সম্মিলিত প্রচেষ্টা আরো বহুগুণ

বিস্তারিত »