শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক, ১৪৩২, ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৭

হজের ব্যয় বাড়লো যেসব কারণে

মুক্তি৭১ ডেস্ক

মুয়াল্লিম ফি, বিমান ভাড়া ও সৌদি মুদ্রা রিয়ালের মূল্য বেড়ে যাওয়াসহ নানা কারণেই গত বছরের চেয়ে এ বছর হজের ব্যয় প্রায় দুই লাখ টাকা বেড়েছে। গত বছরের চেয়ে এ বছর বিমান ভাড়া বেড়েছে প্রায় ৫৮ হাজার টাকা। রিয়ালের মূল্য বেড়ে যাওয়ায় একজন হাজিকে অতিরিক্ত ব্যয় বহন করতে হবে প্রায় ৬৩ হাজার টাকা। মুয়াল্লিম ফি বেড়েছে প্রায় এক লাখ টাকা। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, আগামী ২৭ জুন থেকে সৌদি আরবে পবিত্র হজ পালিত হবে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। এই প্যাকেজের মূল্য গত বছর নির্ধারণ করা হয়েছিল ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। যদিও পরে আবার সৌদি কর্তৃপক্ষ হঠাৎ করে বিভিন্ন খাতে ব্যয় বাড়িয়ে দেওয়ায় অতিরিক্ত আরও ৫৯ হাজার টাকা ব্যয় করতে হয়েছে।

অপরদিকে, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে সর্বনিম্ন ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকায়।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, গত বছর হজের জন্য জনপ্রতি বিমান ভাড়া ধরা হয়েছিল এক লাখ ৪০ হাজার টাকা। এবার সেটা বেড়ে হয়েছে এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। এতে অতিরিক্ত খরচ বেড়ে যায় ৫৭ হাজার ৭৯৭ টাকা। মিনা ও আরাফাতের সার্ভিস বাবদ এবার সৌদি কর্তৃপক্ষকে দিতে হবে জনপ্রতি এক লাখ ৬০ হাজার ৬৩০ টাকা। গত বছর যা ছিল মাত্র ৬১ হাজার ২৩৬ টাকা। এক্ষেত্রে ব্যয় বেড়েছে ৯৯ হাজার ৩৯৫ টাকা। মিনা, আরাফা ও মুজদালিফায় উন্নতমানের বাস ও ট্রেন ভাড়া বাবদ এবার সৌদি কর্তৃপক্ষকে দিতে হবে জনপ্রতি ১৯ হাজার ৩৩৩ টাকা। গত বছর এটা ছিল মাত্র ৭ হাজার ২৯০ টাকা। এক্ষেত্রে ব্যয় বেড়েছে ১২ হাজার ৪৩ টাকা। এছাড়া জমজমের পানি, লাগেজ পরিবহন ফি, ভিসা ফি, খাওয়া খরচ ও হজ গাইড বাবদও ব্যয় বেড়েছে।

গত বছর (২০২২) সরকারি খরচের ক্ষেত্রে প্রতি রিয়ালের বিনিময় মূল্য ধরা হয়েছিল ২৪ দশমিক ৩০ টাকা। এবার সেটা বেড়ে বিনিময় মূল্য হয়েছে ২৮ দশমিক ৩৯ টাকা। যে কারণে সৌদি সরকারকে অতিরিক্ত বিনিময় মূল্য দিতে হবে ৬২ হাজার ৪৮৪ টাকা।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সরকারি ব্যবস্থাপনায় এ বছরের হজ প্যাকেজ ঘোষণা করেন। ওই সময় তিনি সাংবাদিকদের জানান, মিনার তাঁবুর ‘সি’ ক্যাটাগরির মূল্য অনুসারে সরকারি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। সৌদি সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি সই হয় গত ৯ জানুয়ারি। হজ চুক্তি অনুযায়ী, এ বছর হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন নির্ধারিত হয়েছে। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন পবিত্র হজব্রত পালন করতে পারবেন। এ বছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবে গমনকারী ১০০ শতাংশ হজযাত্রীর প্রি-এরাইভাল ইমিগ্রেশন ‘মক্কা রোড চুক্তি’ অনুযায়ী এই বিমানবন্দরেই অনুষ্ঠিত হবে।

কী কারণে এবার হজের খরচ এত বেড়ে গেলো জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, ‘হজের আনুষ্ঠানিকতার ক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষের অনেক সার্ভিস ক্যাটাগরিতে ফি বাড়ানো হয়েছে। এছাড়া ডলার ও সৌদি রিয়ালের মূল্য বৃদ্ধির কারণে বিমান ভাড়া বেড়েছে। এ কারণেই এবার হজের ব্যয় গত বছরের চেয়ে বেড়ে গেছে।’ তিনি বলেন, ‘সরকারি ব্যবস্থাপনায় হাজিদের সর্বোচ্চ সেবার বিষয়টি নিশ্চিতের চেষ্টা করা হবে।’

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘এবারই প্রথম বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজে সরকারের চেয়ে ১৫ হাজার টাকা কম ধরা হয়েছে। তাছাড়া সৌদি রিয়াল ও ডলারের মূল্য বৃদ্ধির কারণে বিমান ভাড়াসহ আনুষঙ্গিক খরচ বেড়ে গেছে। সৌদি কর্তৃপক্ষ তাদের বিভিন্ন সেবার সার্ভিস বাড়িয়েছে। যে কারণে গতবারের চেয়ে এবার হজের ব্যয় বেড়ে গেছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সেনাবাহিনী-বিজিবি-পুলিশের কড়া নিরাপত্তা ট্রাইব্যুনালে

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা

বিস্তারিত »

সংকট তৈরি করা হয়েছে: মির্জা ফখরুল

দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটা সংকট তৈরি করা হয়েছে, সেটা অপ্রয়োজনীয় সংকট। সেটার কোনো প্রয়োজন ছিল না।

বিস্তারিত »

আজ শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের জানানো হবে

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় কবে ঘোষণা করা হবে, সেই তারিখ জানা যাবে আজ। আজ (১৩ নভেম্বর)

বিস্তারিত »

গুলশান-বনানীতে নির্বাচনী হাওয়া

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগেই রাজধানীর অভিজাত এলাকা-গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্টজুড়ে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত »

পেট্রোল বোমা নিক্ষেপ মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে

প্রিপারেটরি স্কুল লক্ষ্য করে দুটি মোটরসাইকেলে করে পেট্রোল বোমা নিক্ষেপ করে চার ব্যক্তি। রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলে দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বিস্তারিত »

ঢাকায় বিজিবি মোতায়েন

রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা

বিস্তারিত »

বাণিজ্য উপদেষ্টা : ভোক্তার স্বার্থে আমাদের মূল উদ্দেশ্য

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ভোক্তার স্বার্থে কাজ করা আমাদের মূল উদ্দেশ্য। ব্যবসা বাণিজ্য সংকীর্ণ করা আমাদের উদ্দেশ্য নয়। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য

বিস্তারিত »

কমতে পারে তাপমাত্রা

তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে, আরও কমতে পারে দুই ডিগ্রি। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ

বিস্তারিত »

বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি : চট্টগ্রাম, নোয়াখালী সবখানে তিনি নেতা

মিষ্টি হাসিমাখা মায়াবি মুখাবয়বের অধিকারী রবিউল হোসেন ছিলেন ষাটের দশকের চট্টগ্রামের ছাত্র রাজনীতির একজন প্রিয়ভাজন নেতা। ষাটের শেষভাগে উদ্ভূত হয়ে তিনি নিজের জন্য আলাদা আসন

বিস্তারিত »