জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তবে কী অভিযোগ বা কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি। এর আগে গত ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোর চারটার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের প্রধান উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন একাত্তরকে এ তথ্য জানিয়েছেন।
একটি সূত্র জানিয়েছে, তাকে রাজধানীর মিন্টো রোডে পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে।
জানা যায়, প্রায় তিন বছর আগে শফিকুর জামায়াতের আমির হিসেবে শপথ নেন। সিলেট মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করা এই জামায়াত নেতা একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতিও ছিলেন।