গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, জননেত্রী শেখ হাসিনা আগামী ৪ঠা ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আগমন উপলক্ষে এবং স্মরণকালের সর্ববৃহৎ জনসভাকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আগামীকাল ১লা ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় প্রেস ক্লাবস্থ বঙ্গবন্ধু হলেকার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হইবে। উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। এতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সকল কর্মকর্তা সদস্যবৃন্দ, উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।