কুমিল্লার দাউদকান্দিতে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন এক কিশোর।
পুলিশ বলছে, ফুচকা খাওয়ার সময় বাগবিতণ্ডার একপর্যায়ে এক ব্যক্তি ওই কিশোরকে ছুরিকাঘাত করে।
সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় দাউদকান্দির মালাখালা বাজারে এ ঘটনা ঘটে বলে ওই কিশোরের স্বজনরা জানিয়েছেন।
নিহতের নাম ইফতেখার হাসান ইমন (১৮)। তিনি বরকটা স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি দাউদকান্দির পিপিয়াকান্দি গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।
ছুরিকাহত ইমনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টায় ইমনের মৃত্যু হয় বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
নিহতের কাকা ফারুক আহমেদ জানান,বাসা থেকে বিকেলে মালাখালা বাজারে একটি ওয়াজ মাহফিলে গিয়েছিলেন ইমন। সেখানে স্থানীয় এক ব্যবসায়ীর নেতৃত্বে ১০-১২জন তাকে কুপিয়ে আহত করে।
তবে দাউদকান্দি থানার ওসি নজরুল ইসলাম বলেন, “একটি ফুচকার দোকানে ফুচকা খেতে গিয়ে ইমনের সঙ্গে সেখানে অবস্থানরত এক ব্যক্তির বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই ব্যক্তি ইমনকে ছুরি মেরে বসেন।”
হামলাকারী লোকটিকে শনাক্ত করা যায়নি। পুলিশের কয়েকটি দল তাকে শনাক্ত করে গ্রেপ্তারে কাজ চালাচ্ছে বলে ওসি জানান।
বিডিনিউজ