চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যবসায়ীকে তার নিজের বাসায় গলা কেটে হত্যা করা হয়েছে।
সোমবার গভীর রাতে উপজেলার মীরেরখীল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মো. এরশাদ (৪০) প্রসাধনী সামগ্রীর ব্যবসা করতেন। উপজেলা সদরের কাচারি রোডে তার একটি দোকান আছে।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এরশাদের বাসার ছাদ থেকে তার গলা কাটা লাশটি উদ্ধার করা হয়।
কারা, কেন তাকে হত্যা করে থাকতে পারে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ।
-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম