মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক, ১৪৩২, ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৭

ওয়াসার পানিতে লবণাক্ততা ও রমজানের প্রস্তুতি জানতে এমডি’র দপ্তরে সুজন

মুক্তি ৭১ ডেস্ক

ওয়াসার পানিতে লবণাক্ততা ও আসন্ন রমজানের প্রস্তুতি জানতে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী একেএম ফজলুল্লাহ’র দপ্তরে ছুটে যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

রোববার (৩ মার্চ) সকালে ওয়াসা এমডি’র সাথে তাঁর দপ্তরে মতবিনিময় করেন সুজন। এসময় সুজন তাঁর ফেসবুকে প্রাপ্ত বিভিন্ন অভিযোগ ওয়াসার এমডি’র নিকট হস্তান্তর করেন।

এ সময় চসিক সাবেক প্রশাসক সুজন বলেন, চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগরী। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে চট্টগ্রাম শহরের প্রায় ১ কোটি জনগণের পানির চাহিদার কথা মাথায় রেখে ওয়াসাকে বিশাল আকারের বরাদ্দ প্রদান করেন। ওয়াসাও নতুন নতুন প্রকল্পের মধ্য দিয়ে নগরবাসীর কাছে পানি পৌঁছে দিতে যথাসাধ্য চেষ্টা করেন সেজন্য ওয়াসাকে ধন্যবাদ জানান তিনি। তবে বেশ কিছুদিন ধরে ওয়াসা নগরবাসীর কাছে লবণাক্ত পানি সরবরাহ করছে যেটা অত্যন্ত দুঃখজনক। নগরবাসী এমনিতে বিভিন্ন রোগে শোকে কষ্ট পাচ্ছে। তার উপর খাবার পানিতে লবণাক্ততার কারণে শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তাই শুধুমাত্র বৃষ্টির উপর ভরসা না করে উন্নত প্রযুক্তির মাধ্যমে ওয়াসার পানির লবণাক্ততা কমানোর উপায় খুঁজে বের করার অনুরোধ জানান তিনি।

তিনি আরো বলেন, নগরের সিমেন্ট ক্রসিং থেকে পতেঙ্গা, দক্ষিণ মধ্যম হালিশহর, উত্তর কাট্টলী, দক্ষিণ কাট্টলী, উত্তর আগ্রাবাদ, সরাইপাড়া, বাকলিয়া, শেরশাহ, বায়েজিদ, মাদারবাড়ি এসব এলাকায় ওয়াসার পানি সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। অনেক সময় দিনের পর দিন এসব এলাকায় সুপেয় পানি না থাকলেও প্রতি মাসে গ্রাহককে বিল গুনতে হচ্ছে। এর ফলে ওয়াসার প্রতি গ্রাহকের নেতিবাচক ধারণা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই এসব এলাকার পানি সরবরাহ স্বাভাবিক করার জন্য এমডি’র হস্তক্ষেপ কামনা করেন তিনি।

নগর আওয়ামী লীগের সহ-সভাপতি সুজন আরো বলেন, সিয়াম সাধনার মাস পবিত্র রমজান আসন্ন। ধর্মপ্রাণ নগরবাসীর ইবাদত বন্দেগীতে এসময় অতিরিক্ত পানির প্রয়োজন হয়। তাই নামাজ, ইফতার, তারাবী ও সেহেরীর সময় মুসলমানগণ যাতে নিরচ্ছিন্নভাবে পানি সরবরাহ পেতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা এবং বিভিন্ন ত্রুটির জন্য যেসব এলাকায় স্বাভাবিক পানি সরবরাহ বিঘ্নিত হবে সেসব এলাকায় ভাউচারের মাধ্যমে পানি সরবরাহ করার অনুরোধ জানান তিনি।

তিনি অভিযোগ করে বলেন, ওয়াসার পানি সরবরাহ ব্যবস্থার সুযোগ নিয়ে বর্তমানে বিভিন্ন এলাকায় ছোট ছোট ট্যাংকে ভরে পানি বিক্রি করছে একটি চক্র। এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করার আহবান জানান খোরশেদ আলম সুজন।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী একেএম ফজলুল্লাহ নগরবাসীর বিভিন্ন অভিযোগ নিয়ে সুজনকে মতবিনিময় করতে আসায় ধন্যবাদ জানান। তিনি নগরবাসীর কাছে লবনাক্ত পানি সরবরাহ করায় দুঃখ প্রকাশ করেন। উজান থেকে কাপ্তাই লেকের পানি আসতে না পারার কারণে ওয়াসার পানি সংগ্রহ স্থানে জোয়ারের পানি প্রবেশ করছে, যার কারণে পানিতে লবণাক্ততা বেড়েছে। বৃষ্টি হলেই পানির লবণাক্ততা কমে আসবে বলে মত প্রকাশ করেন তিনি।

এছাড়া নগরীর যেসব এলাকায় ওয়াসার পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে কিংবা সঞ্চালন লাইনে সমস্যা রয়েছে সেগুলোর কাজ চলমান রয়েছে বলে নেতৃবৃন্দকে অবহিত করেন ওয়াসা এমডি। এসব প্রকল্পের কাজ শেষ হলে পানি সরবরাহজনিত সমস্যাও কেটে যাবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, বর্তমানে নগরীতে ওয়াসার পানির সংকট নেই। তাছাড়া পবিত্র রমজান মাসে প্রতিবছরই ওয়াসার বাড়তি প্রস্তুতি থাকে। গ্রাহকরা যাতে পানি নিয়ে কষ্টে না পড়েন সেজন্য ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে কন্ট্রোল রুম খোলা, গেট বাল্ব পুনর্বিন্যাস করা, পানি সরবরাহ ব্যবস্থা তদারকি করা, ভিজিলেন্স টিম গঠন এবং সার্বক্ষণিক পানির ভাউচার প্রস্তুত রাখা হয়েছে রমজানের জন্য। তারপরও কোন ত্রুটির জন্য পানি সরবরাহ বিঘ্নিত হলে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলী এবং কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার অনুরোধ জানান ওয়াসা এমডি প্রকৌশলী একেএম ফজলুল্লাহ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মো. লাল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) প্রকৌশলী বিষ্ণু কুমার সরকার, সচিব শাহিদা ফাতেমা চৌধুরী, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, তত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম, আব্দুর রহমান মিয়া, মো. সেলিম, ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি মীর লোকমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, কার্যকরী সভাপতি খোরশেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমূখ।

ওয়াসার এমডির সাথে মতবিনিময় করছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজনসহ নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

মাজার-দরবারে যে হামলা হয়েছে তা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে

মাজার-দরবারে যে হামলা হয়েছে তা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, সহিংসতা বন্ধ

বিস্তারিত »

বৈষম্যমূলক আচরণের ফলে বিশ্বে উত্তেজনা বেড়ে চলেছে

একতরফা সিদ্ধান্ত ও দ্বিপক্ষীয় সম্পর্কে বৈষম্যমূলক আচরণের ফলে বিশ্বে উত্তেজনা বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৮০তম

বিস্তারিত »

সৌদি ওমরাহতে যাওয়ার আগে রিটার্ন টিকিট বাধ্যতামূলক করলো

এখন থেকে সৌদি আরবে ওমরাহ করতে গেলে রিটার্ন টিকিট কাটতে হবে ও যাত্রার সময় চেক-ইন কাউন্টারে ফিরতি টিকিট দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় যাত্রীকে বোর্ডিং

বিস্তারিত »

বাজারে কিছুটা স্বস্তি এনেছে শীতের সবজি, কমছে ডিমের দামও

পুরোদমে শীতের আবহ এখনো তৈরি না হলেও এরইমধ্যে বাজারে সরবরাহ বেড়েছে শীতকালীন শাক-সবজির। যে কারণে গত সপ্তাহের তুলনায় সবজির দামে স্বস্তি ফিরেছে। গত সপ্তাহের তুলনায়

বিস্তারিত »

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের বন্দর থানার এলাকা থেকে শামীম মাসুদ (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত  রোববার (১৯ অক্টোবর) থানার বে-টার্মিনাল এলাকা থেকে

বিস্তারিত »

শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে দাবি না মানলে বুধবার পদযাত্রা ঘোষণা

  অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা চলতি বছরের ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ মোট পাঁচটি দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী

বিস্তারিত »

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র 

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমি চাই চট্টগ্রাম হোক একটি ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটি, যেখানে সব ধর্ম, বর্ণ ও

বিস্তারিত »

চট্টগ্রামে পৌঁছেছে ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর লাশ

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের মরদেহ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গত শনিবার (১৮ অক্টোবর)

বিস্তারিত »

আজকের কন্যাশিশু ভবিষ্যতের নোবেল বিজয়ী

একসময় কন্যা শিশুকে পরিবারে বোঝা মনে করা হতো। কন্যা শিশু জন্ম নিলে মানুষের মুখে ফুটে উঠতো অসন্তুষ্টি। তবে সময়ের সঙ্গে এই কন্যাশিশুরাই বড় হয়ে নিজ

বিস্তারিত »