ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরীর মমতাময়ী মা মোমেনা খানম আর নেই। রবিবার (৫ নভেম্বর) সকাল ১০:৩০ টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
রবিবার সন্ধ্যা ৬টায় ফটিকছড়ি লেলাং ইউনিয়নের গোপালঘাটা উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি, চট্টগ্রাম জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম গভীর শোক ও দু:খ প্রকাশ করেন। মরহুমার আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।