চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানু’র ১০ম মৃত্যুবার্ষিকী শুক্রবার (২৩ সেপ্টেম্বর)। এ উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী উদ্যোগে শুক্রবার সকাল ৯টায় নগরের চট্টেশ্বরী রোডস্থ বাইতুস সালাত জামে মসজিদে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
কর্মসূচীসমূহ সফল করার লক্ষ্যে মহানগর আওয়ামী লীগের সকল স্তরের কর্মকর্তা, থানা, ওয়ার্ড আওয়ামীলীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত, ১৯৬৮ সালে স্বৈরশাসক আইয়ুব সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে চকবাজার ওয়ালী বেগ খাঁ মসজিদ এর সামনে চট্টগ্রাম সফররত পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মোনায়েম খাঁ-কে জুতা ছুঁড়ে মেরেছিলেন। এ অপরাধে তাঁকে ৩ মাস কারাবরণ করতে হয় ।
বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানু ’৭৫ এ স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার একজন অন্যতম সশস্ত্র প্রতিবাদী ছিলেন, এ কারণে তাঁকে ১৯৭৬ এর শুরুতে দেশদ্রোহীতার মিথ্যা অভিযোগে ক্যান্টনমেন্টে আটক করে অমানুষিক নির্যাতন করা হয়। দীর্ঘ ৩ বছর কারা-অভ্যন্তরে অমানুষিক নির্যাতন ভোগের পর ১৯৭৯ তে তিনি কারামুক্ত হন।
কারা-অভ্যন্তরে সেনাবাহিনীর নির্যাতনে অবিভক্ত চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মৌলভী সৈয়্যদের নির্মম হত্যাকাণ্ডের পর বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুকে সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় ।
পরবর্তীতে পর্যায়ক্রমে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ২০০৬ এর সম্মেলনে সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এবং তিনি আমৃত্যু সেই পদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।এছাড়া তিনি মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ ১৯৯২ এর মহাসচিব ও পরবর্তীকালে আজীবন কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ও আমৃত্যু স্বাধীনতা মেলা পরিষদ এর চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন ।