শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ, ১৪৩২, ১৪ জমাদিউস সানি, ১৪৪৭

এই মৃত্যু থাই পাহাড়ের চেয়েও ভারি

নাসিরুদ্দিন চৌধুরী

শিশুদের জন্য একটি আলোকিত ভূবন নির্মাণের ব্রত গ্রহণ করেছিলেন তিনি এবং সে উদ্দেশ্যে ‘আলোর পাতা’ নামে একটি মাসিক পত্রিকা বের করেছিলেন। তাঁর আর্থিক সঙ্গতি ছিল না, তবুও তিনি দুর্মর সংকল্প থেকে কখনো বিচ্যুত হননি। ধার দেনা করে প্রতিমাসে সাময়িকীটি নিয়মিত প্রকাশ করে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেই আলোকিত ভূবন থেকে অন্ধকার ভূবনে হারিয়ে গেলেন। তাঁর নাম এমরান চৌধুরী, তিনি একজন শিশু সাহিত্যিক। ৫দিন পূর্বে তাঁর বাসায় হঠাৎ স্ট্রোক করে তিনি ঢলে পড়েছিলেন এবং সেই থেকে  নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর ব্রেইন হেমারেজ হয়েছিল, তাঁকে অজ্ঞান অবস্থায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সে অবস্থাতেই তিনি অনন্তের পথে পাড়ি জমান। তাঁর আর কখনও জ্ঞান ফেরেনি এবং গত দু’দিন তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

এমরান চৌধুরী চট্টগ্রামের একজন খ্যাতিমান শিশুসাহিত্যিক ছিলেন। শিশুসাহিত্যিক হিসেবে চট্টগ্রামে যাঁরা সুখ্যাতি অর্জন করেছিলেন, তাঁদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। নুর মুহাম্মদ রফিক থেকে আমরা যদি এই তালিকাটা আরম্ভ করি, তাহলে সেখানে যে নামগুলি পর পর চলে আসে, তাঁরা হচ্ছেন ু জহুর উশ শহীদ, মসউদ উশ শহীদ, খন্দকার আখতার আহমদ, মাহবুবুর রহমান, রহীম শাহ, সুজন বড়ুয়া, রাশেদ রউফ, মিজানুর রহমান শামীম, এমরান চৌধুরী, রমজান আলী মামুন, সৈয়দ খালেদুল আনোয়ার, জসীম মেহবুব, ফারুক হাসান, এয়াকুব সৈয়দ, মাহবুবুল হাসান, উৎপল কান্তি বড়ুয়া, রহমান হাবীব, আজিজ রাহমান, শিবু কান্তি দাশ, আহসান মালেক, বিপুল বড়ুয়া, আবুল কালাম বেলাল ইত্যাদি। আরও নাম আছে, কিন্তু এ মুহূর্তে আমি তাঁদের নাম স্মরণ করতে পারছি না। সবার আগে যাঁর নাম উচ্চারণ করতে হবে, তিনি হচ্ছেন সুকুমার বড়ুয়া। এক সময় আর্ট প্রেসের শফি সাহেবের বইঘরের সঙ্গে কাজ করতে স্বনামধন্য ছড়াকার এখলাস উদ্দিন কিছুদিন চট্টগ্রামে এসে চট্টগ্রামের শিশু সাহিত্যের জগতকে সমৃদ্ধ করেছিলেন।

এমরান চৌধুরী ছড়া, প্রবন্ধ, গল্প লিখতেন। আবার পত্রিকায় কলাম লিখতেন। শিশু সাহিত্য মাসিক ‘আলোর পাতা’ সম্পাদনার কথা আগে বলেছি। শুধু লেখালেখি নয়, সাহিত্যের সংগঠনও তিনি করতেন। শেষের দিকে তিনি বড়দের জন্য লেখা শুরু করেছিলেন। জীবনে অনেক সম্ভাবনা জাগিয়ে, অনেক প্রতিশ্রুতির স্বাক্ষর রেখে এমরান চৌধুরীর পথ চলা থেমে গেল, এটা চট্টগ্রামের সাহিত্যের জন্য একটি অপূরণীয় ক্ষতি।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

ঘরের মাঠে লজ্জার সামনে ভারত, ইতিহাসের সামনে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি টেস্টে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনের শেষে ৩১৪ রানে এগিয়ে রয়েছেন টেম্বা বাভুমার দল। দ্বিতীয় ইনিংসে ১০ উইকেটই তাদের হাতে রয়েছে। নিশ্চিতভাবেই চতুর্থ

বিস্তারিত »

সর্বাধুনিক কোয়ান্টাম প্রযুক্তিতে রড উৎপাদন করে জিপিএইচ’এর ইম্পাত-বিপ্লব

ভ্রাতৃপ্রেমের চিরায়ত দৃষ্টান্ত হিসেবে ক্রেতা যুগে ভারতে রচিত মহাকাব্য ‘রামায়ন’-এর নাম চরিত্র ভগবান রাম এবং তদনুজ লক্ষণ-দুই ভাইয়ের কাহিনী উল্লেখিত হয়। রামকে যখন ১৪ বছর

বিস্তারিত »

পটিয়ার রাজনীতির প্রিয় মুখ, বলিষ্ঠ কণ্ঠ বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার চৌধুরী

আবছার একটা লম্বা ঘুম দিয়ে একদিন চিরদিনের জন্য ঘুমিয়ে পড়লেন।  আফসার অর্থাৎ নুরুল আবছার চৌধুরী মুক্তিযোদ্ধা এবং আমাদের বন্ধু ছিলেন। আবছারের বাড়ি পটিয়া থানার খরনা

বিস্তারিত »

এস এম ইউসুফ: অনলবর্ষী বক্তা, প্রতিভাবান তেজস্বী রাজনীতিবিদ

এস এম ইউসুফ একজন অসাধারণ প্রতিভাধর রাজনীতিবিদ ছিলেন। ছেচল্লিশে পটিয়ার একটি গ্রাম থেকে উদ্ভূত হয়ে তাঁর আলোকসামান্য প্রতিভা প্রথমে চট্টগ্রাম, তারপর বাংলাদেশকে আবিষ্ট করে ফেলেছিলো।

বিস্তারিত »

ডা. শাহ আলম বীর উত্তম : বাঙালির গৌরবময় মুক্তিযুদ্ধের দুঃসাহসী বীর

মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য চট্টগ্রাম থেকে তিনজন মুক্তিযোদ্ধা বীর উত্তম উপাধি পেয়েছেন। তাঁরা হচ্ছেন— চকরিয়া নিবাসী সেনা কর্মকর্তা কর্নেল জিয়াউদ্দিন আহমদ বীর উত্তম, অপারেশন

বিস্তারিত »

বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি : চট্টগ্রাম, নোয়াখালী সবখানে তিনি নেতা

মিষ্টি হাসিমাখা মায়াবি মুখাবয়বের অধিকারী রবিউল হোসেন ছিলেন ষাটের দশকের চট্টগ্রামের ছাত্র রাজনীতির একজন প্রিয়ভাজন নেতা। ষাটের শেষভাগে উদ্ভূত হয়ে তিনি নিজের জন্য আলাদা আসন

বিস্তারিত »

অধ্যাপক নূরুদ্দিন জাহেদ মঞ্জু

২০১২ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত মুহাম্মদ নূরুদ্দিন জাহেদ মঞ্জু স্মারকগ্রন্থে আমার লেখায় আমি বলেছিলাম তিনি আমাদের মধ্যে সর্বোত্তম মানুষ ছিলেন। আমরা মানে, যারা সদ্য স্বাধীনতাপ্রাপ্ত

বিস্তারিত »

আতাউর রহমান খান কায়সার : বুদ্ধিবৃত্তি দিয়ে আওয়ামী লীগকে সমৃদ্ধ করেছেন

রাজনৈতিক নেতাদের মধ্যে তিনি একজন Knowledgeable মানুষ ছিলেন। রাজনীতিকের বুদ্ধিজীবী হতে বাধা নেই। রাজনীতিওত এক ধরনের বুদ্ধিবৃত্তির চর্চা। যদিও বহুদিন থেকে বাংলাদেশের রাজনীতিতে বুদ্ধিবৃত্তির পরিবর্তে

বিস্তারিত »

মুক্তিযুদ্ধে পটিয়ার বৃহৎ অপারেশন জিরি মাদ্রাসা, গুলিবিদ্ধ হন ইউসুফ

৭১ -এর মুক্তিযুদ্ধে পটিয়ায় মুক্তিযোদ্ধারা একটি বড় ধরণের অপারেশন করেন জিরি মাদ্রাসায়। উক্ত মাদ্রাসা ছিলো মুজাহিদ বাহিনীর ঘাঁটি এবং প্রশিক্ষণ কেন্দ্র। সেখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত রাজাকার

বিস্তারিত »