সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ২৭ মাঘ, ১৪৩১, ১০ শাবান, ১৪৪৬

ভোজ্য তেলের জন্য হাহাকার

মুক্তি৭১ ডেস্ক

ব্যবসায়ীদের সহায়তা করছে না সরকার * এলসি খুলছে না ব্যাংক * বিশ্ববাজারে দাম বেড়েছে ৪০ শতাংশ * ১০ শতাংশ শুল্ক কমানোর প্রভাব নেই * রোজায় সংকটের আশঙ্কা * তেল মজুতের সরকারি হিসাবের সঙ্গে বাস্তবের মিল নেই * খোলা সয়াবিনের লিটার ২০০ টাকা ছাড়িয়েছে

বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। দুই-এক দোকানে পাওয়া গেলেও ১০ থেকে ২০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে ১ লিটারের বোতল। চাহিদামতো তেল না পেয়ে বিপাকে পড়েছেন ভোক্তা। তেল আমদানির জন্য

ঋণপত্র (এলসি) খুলছে না ব্যাংকগুলো। বিশ্ববাজারে দাম  বাড়ায় দেশে উৎপাদন খরচ বাড়লেও দাম বাড়েনি। সরবরাহ বাড়াতে সরকারের সহায়তা পাচ্ছেন না ব্যবসায়ীরা। এসব কারণে ভোজ্য তেলের জন্য হাহাকার শুরু হয়েছে।

জানা গেছে, গত সেপ্টেম্বরের শুরু থেকেই ঊর্ধ্বমুখী দেশের ভোজ্য তেলের বাজার। শতভাগ মার্জিন ছাড়া এলসি খোলা যাবে না বলে তফসিলি ব্যাংকগুলোকে জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। তারপর ব্যাংকগুলো তেল আমদানির জন্য ঠিকমতো ঋণপত্র (এলসি) খুলছে না। ফলে দুই-তিনটি ছাড়া অন্য কোনো কোম্পানির বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। যেসব কোম্পানির তেল পাওয়া যাচ্ছে, সেটাও চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়। বিশেষ করে ৫ লিটারের বোতলের সরবরাহ একেবারেই নাই। দাম বাড়ার এই সময়ে ৫ লিটারের বোতল কিনলে একটু সাশ্রয় হলেও তা মিলছে না বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতা। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এভাবে চলতে থাকলে আসন্ন রোজার মাসে ভোজ্যতেলের সংকট সমগ্র বাজারকে অস্থির করে তুলতে পারে। তেল কোম্পানির প্রতিনিধিরা বলছেন, বেশ কিছুদিন ধরেই দেশে সয়াবিন তেলের সংকট চলছে। সংকটের শুরু থেকে ঋণপত্র (এলসি) খোলার হার ও আমদানি পরিস্থিতি স্বাভাবিক আছে কি না, সেদিকে সরকারের বড় নজরদারির দরকার ছিল। কিন্তু কোনো খবরই রাখেনি। পিঁয়াজ সংকট মোকাবিলার উদাহরণ টেনে তারা বলেন, আমদানি স্বাভাবিক রাখতে সরকার বিশ্ববাজার পর্যবেক্ষণ করে ব্যবসায়ীদের সাহস দিতে পারতেন। প্রয়োজনে বেসরকারি উদ্যোগে ভোজ্য তেল আমদানি করে সরকারিভাবে মজুত করা যেত। তেল উৎপাদনকারী কোম্পানির প্রতিনিধিরা আরও বলেন, অতীতে দেশে পিঁয়াজ সংকটের সময় সরকারের পক্ষ থেকে বিশেষ সহায়তা করার কারণে বাজার স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক রাখা গিয়েছিল। একাধিক কারণে বর্তমানে ভোজ্যতেলের বাজার অস্থির। দেশে ডলার সংকট পুরোপুরি কাটেনি। আমদানিকারকরা আগের মতো ভোজ্য তেল আমদানি করতে পারছেন না। বিশ্ববাজারে ভোজ্য তেলের দামও আগের চেয়ে বেড়েছে। এসব কারণে ভোজ্য তেলের দাম ঊর্ধ্বমুখী। দেশের ইতিহাসে পাম অয়েলের দাম এবারের মতো আর বাড়েনি। মূলত ইন্দোনেশিয়ায় উৎপাদন সংকট, বায়োডিজেলে পাম অয়েল ব্যবহারের পরিমাণ পাঁচ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যটির বুকিং রেকর্ড পরিমাণে বেড়েছে। ভোজ্য তেলের পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশে সয়াবিন তেল আমদানি যে দিন দিন কমছে সেটা আমলে নেওয়া হয়নি। তাদের অভিযোগ, সরকারের তদারকি সংস্থাগুলো আমদানি-সংক্রান্ত যে তথ্য দিচ্ছে, বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। এই তথ্যগুলো সাত-আট মাস আগের। ফলে দেশে সয়াবিন তেল পর্যাপ্ত মজুতের ‘ভুল’ বার্তা যাচ্ছে দেশবাসীর কাছে।

আমদানিকারকরা জানিয়েছেন, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, এলসি জটিলতা, সুদহার বৃদ্ধির চাপ কাটিয়ে উঠতে না পেরে দেশের কয়েকটি গ্রুপ ভোজ্য তেলের বাজার থেকে সরে গেছে। বিশ্ববাজারের অস্থিরতার ধাক্কা পড়েছে। বিশ্ববাজারে ৪০ শতাংশ বেড়েছে অপরিশোধিত সয়াবিন তেলের দাম। ফলে সরকারের ১০ শতাংশ শুল্ক কমানোর প্রভাব পড়ছে না। সেই দামের সঙ্গে তাল মিলিয়ে সমন্বয় করতে না পারার কারণেই মূলত দেশে ভোজ্য তেল নিয়ে এমন ঘটনা ঘটেছে।

রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, বোতলজাত সয়াবিন অনেক দোকানে পাওয়াই যাচ্ছে না। কিছু কিছু দোকানে এক লিটারের বোতলজাত সয়াবিন তেল মিললেও তা বিক্রি হচ্ছে ১৬৭ থেকে ১৭০ টাকায়। স্থানভেদে একই সয়াবিন তেল ১৭৫ থেকে ১৮০ টাকা দরেও বিক্রি হচ্ছে। বর্তমানে খোলা পাম তেল ১৬০ থেকে ১৬২ এবং সয়াবিন তেল ১৭০ থেকে ১৭৫ টাকায় প্রতি লিটার বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেলের কেজি ১৯৫ থেকে ২০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

এ বিষয়ে সিটি গ্রুপের করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর বিশ্বজিৎ সাহা বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম ৪০ শতাংশ বেড়েছে। গত ৫ ডিসেম্বর ট্যারিফ কমিশন আমাদের ডেকেছিল। সেখানে সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছি। বিশ্বজিৎ আরও বলেন, সরকার ১০ শতাংশ শুল্ক কমালেও উৎপাদন ব্যয় বেশি। এ ছাড়া বর্তমান পরিস্থিতিতে লাভ হওয়ার নিশ্চয়তা না থাকায় ব্যাংকগুলো ঋণপত্র (এলসি) খুলতে ইতস্তত করছে। তিনি বলেন, আমরা সরকারকে প্রস্তাব দিয়েছি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সয়াবিন তেলের দাম বাড়াতে।

বরিশালের বাজারে সয়াবিন তেলের সংকট : বরিশালের নিজস্ব প্রতিবেদক জানান, বরিশালের বাজারগুলোতেও বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। বিক্রেতারা জানিয়েছেন, বর্তমানে কোনো কোম্পানি বোতলজাত সয়াবিন তেল নিয়ে আসে না। যারাও আসে এক কিংবা দুই লিটারের বোতল। পাঁচ লিটারের কোনো বোতল নেই। এসব বোতলজাত তেল এক কার্টনের বেশি দিতে চায় না। সেই এক কার্টন কিনলে সঙ্গে ধরিয়ে দেয় সরিষার তেল, আটা, ময়দা সুজি, চিনিগুড়া চালের কিংবা নুডুলসের প্যাকেট। তাই আমরাও সেইভাবে বিক্রি করি।

বগুড়ার বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল, বিপাকে ক্রেতারা : বগুড়ার নিজস্ব প্রতিবেদক জানান, বগুড়ার বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। দুই-একটি দোকানে পাওয়া গেলেও বোতলের গায়ের দরের চেয়ে বেশি বিক্রি হচ্ছে। গত শনিবার বগুড়ার রাজাবাজার, ফতেহ আলী বাজার ও কলোনি বাজারসহ অন্যান্য বাজার ঘুরে এই দেখা গেছে। পাঁচ লিটারের বোতল পাওয়া গেলেও এক-দুই লিটারের বোতল নেই। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে খোলা সয়াবিন ও পাম তেলের দাম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

ওসিকে ‘মারধর’: চট্টগ্রামের ৩ আনসার, এক পুলিশ কর্মকর্তাকে সরানো হল

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনার পর তিন আনসার ও এক পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গত সোমবার নগরীর ফয়’স লেক এলাকায় ৩১ আনসার

বিস্তারিত »

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি পদে অধ্যাপক ড. মো. আহসানুল হক সম্ভাবনাময় প্রার্থী

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি পদে অধ্যাপক ড. মো. আহসানুল হক সম্ভাবনাময় প্রার্থী। তিনি অন্যান্যদের চেয়ে অধিকতর যোগ্য বলে বিভিন্নসূত্রে জানা যায়। তিনি বর্তমানে

বিস্তারিত »

জুলাই বিপ্লবের ঘোষণা আসছে

শেখ হাসিনা সরকারকে উৎখাত প্রক্রিয়ার নানা ঘটনাবলি নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে এই বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র

বিস্তারিত »

স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ গৃহবধূ নাজমা আর নেই

চন্দনাইশে স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ গৃহবধূ নাজমা মারা গেছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমা মারা যায়

বিস্তারিত »

জয় বাংলা

বাংলাদেশের সর্বোচ্চ আদালত গতকাল এক রায়ে বলেছে, ‘জয় বাংলা’ স্লোগানকে জাতীয় স্লোগান নয়। ইতিপূর্বে হাইকোর্ট ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান বলে রায় দিয়েছিলেন। আপিল বিভাগ সেই

বিস্তারিত »

দিল্লির কাছে আত্মসমর্পণ করতে স্বাধীনতা অর্জন করিনি: রিজভী রক্ত দিয়ে কেনা স্বাধীনতা পিন্ডির কাছ থেকে ছিনিয়ে এনেছি দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয় বলে মন্তব্য

বিস্তারিত »

জয় বাংলা’ জাতীয় স্লোগানের রায় স্থগিত

২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছিল হাই কোর্ট। ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় স্থগিত

বিস্তারিত »

কাঁদো চট্টগ্রামবাসী কাঁদো

যা আশঙ্কা করেছিলাম, তা-ই সত্যে পরিণত হল। অঘটন ঘটে গেছে। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে পরম শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু প্রফেসর ড. অনুপম সেন ইস্তফা দিয়েছেন। বৈষম্য

বিস্তারিত »

প্রফেসর অনুপম সেন চট্টগ্রামের আলোকিত বাতিঘর,

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে যা ঘটছে বলে শুনতে পাচ্ছি তা ঘটা উচিত নয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরেই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সবচেয়ে বৃহৎ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। আন্তর্জাতিকখ্যাত সমাজবিজ্ঞানী এবং সর্বজনমান্য

বিস্তারিত »