শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক, ১৪৩২, ২ জমাদিউল আউয়াল, ১৪৪৭

কাঁদো চট্টগ্রামবাসী কাঁদো

মুক্তি৭১ ডেস্ক

যা আশঙ্কা করেছিলাম, তা-ই সত্যে পরিণত হল। অঘটন ঘটে গেছে। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে পরম শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু প্রফেসর ড. অনুপম সেন ইস্তফা দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা যেভাবে তাঁর বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের দোসর ইত্যাদি অভিযোগ তুলে গত কয়েকদিন ধরে চাপ সৃষ্টি করে চলেছিল, তাতে তাঁর সুউচ্চ মর্যাদাকে ধূলায় মিশিয়ে দেওয়া হয়েছে।  এই পরিস্থিতিতে আত্মসম্মানবোধ সম্পন্ন যে কোন মানুষই ড. সেন যা করেছেন তাই করতেন। তিনি তো সাধারণ মানুষ নন, সাধারণের মধ্যে অবস্থান করেও অসাধারণ, অনন্য। একালে তো মহামানব, মহাপুরুষ জন্মায় না, পরিবেশ তার অনুকূল নয়। সেকালে পীর আউলিয়া, সাধু-সন্ন্যাসীরা নির্জন গিরি গুহায় বা শ্বাপদসংকুল অঘোর জঙ্গলে নিরিবিলিতে আত্ম নিমগ্ন হয়ে ঈশ্বর সাধনা করতেন, একালে তা সম্ভব নয়। কারণ যন্ত্র সভ্যতা এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষ বসতি ও জীবিকার সন্ধানে বন জঙ্গল কিছুই আস্ত রাখছে না। যদি একালে মহামানব বা মহাপুরুষের আবির্ভাব সম্ভব হতো, তাহলে আমি বলতাম ড. অনুপম সেন মহাপুরুষ বা মহামানবের মানবপ্রতিমা।

ড. সেন পদত্যাগ করেছেন, এবার নিশ্চয়ই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের হাড় জুড়াবে। তাদের তো সাধ মিটলো, কিন্তু তাতে চট্টগ্রামের বাতিঘরটা তো নিভে গেল। যে বাতিঘর গত অর্ধশতাধিক বছর ধরে চট্টগ্রামে জ্ঞান, বুদ্ধিবৃত্তি ও মনীষার উজ্জ্বল আলো বিকিরণ করে চট্টগ্রামের সমাজকে আলোকিত করেছিল। আমি তাঁকে জিজ্ঞেস করেছি, কেন তিনি পদত্যাগ করলেন, তিনি তো কোন অন্যায় করেননি? আর ওরা চাইবে বলে সবাইকে এমনকি গোটা দেশকে ওদের কথায় উঠতে বসতে হবে তাতো কোন কথা হতে পারেনা। তারা তো নিজেরাই বলছে যে, গণতন্ত্রের জন্য তারা শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে। তাহলে তাদের পছন্দ না হলে সবাইকে গিলোটিনাইজড করতে হবে এটা তো গণতন্ত্রের কথা হতে পারে না। এও এক ধরনের ফ্যাসিবাদ।

আমার প্রশ্নের উত্তরে ড. সেন আমাকে বললেন, আমি পদত্যাগ না করলে রক্তপাত হতে পারতো। ছাত্ররা আমার ছেলের মতো, আমার জন্য আমার ছেলেরা রক্তারক্তি করবে, এটা আমি চাইতে পারি না। তাই আমি বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য পদত্যাগ করেছি। এই হচ্ছেন ড. অনুপম সেন। যে ছাত্ররা তার পদত্যাগ চেয়েছিল, তাদেরকেও তিনি ভালোবাসেন, আপন সন্তানের মতো স্নেহ করেন। এমন মহৎ হৃদয় এবং উচ্চ মানসিকতা সব মানুষের থাকে না, ড. সেনদের মতো মুষ্টিমেয় কজন মানুষের মধ্যেই এই মহত্তম মানবিক গুণাবলী খুঁজে পাওয়া যায়। ড. সেন পদত্যাগ করেও তাঁর পদত্যাগ যারা চেয়েছিল তাদেরকে হারিয়ে দিয়েছেন। তারা হয়তো দেশের সবখানে জয়লাভ করেছে, কিন্তু প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে তাদের জিত হয়নি। প্রথমত: ড. সেন পদত্যাগ করে তাদের মুখের উপর একটি মৃদু চপোটাঘাত করেছেন, দ্বিতীয়ত: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্র ড. সেনের সমর্থক ছিল। তিনি বিশ্ববিদ্যালয়ে থাকুক এটা সবাই মনে প্রাণে চাইতো। ড. সেন পদত্যাগ না করলে এ ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের ছাত্রদের প্রতিহত করত এবং তাতে সংঘাত অনিবার্য হয়ে উঠতো। এই সংঘাত ড. অনুপম সেন চাননি।

ড. সেন এখন হয়তো চট্টগ্রাম ছেড়ে চলে যাবেন। চট্টগ্রামে তাঁর কেউ নেই। তাঁর একমাত্র মেয়ে ঢাকায় অধ্যাপক স্বামীর সঙ্গে বসবাস করেন। তিনি হয়তো সেখানে চলে যাবেন, হয়তো বা কলকাতায় যাবেন। তাদের প্রায় সব আত্মীয়স্বজন সেখানেই আছেন। তাহলে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের ফলে চট্টগ্রামেরই মস্ত ক্ষতি হয়ে গেল।

জ্ঞান-মনীষা ও বুদ্ধিবৃত্তির চর্চাকে ড. সেন এত উঁচুতে নিয়ে গেছেন যে, তাঁর সমমানের আর কোন পণ্ডিত বা বুদ্ধিজীবী চট্টগ্রামে নেই। বুদ্ধিবৃত্তিক সংকটে চট্টগ্রাম কার দ্বারস্থ হবে? ড. সেন শুধু সমাজবিজ্ঞানের অধ্যাপক ছিলেন না। সাহিত্য, দর্শন, কলা ও মানব বিদ্যার সমস্ত শাখাতেই ছিল তাঁর স্বচ্ছন্দ বিচরণ। ক্লাস রুমের বাইরে তাঁর বাসভবনও ছিল একটি এক্সটেন্ডেড ক্লাস। যে কোন বিষয়ের ছাত্র তাঁর জ্ঞান পিপাসা চরিতার্থ করার জন্য ড. সেনের বাসায় অবাধে যাতায়াত করতে পারত। তাঁর বাসার দরজা সবসময় উন্মুক্ত থাকত সব বিদ্যার্থীর জন্য। তিনি আমাদের সক্রেটিস বা প্লেটো ছিলেন। তিনি যদি চট্টগ্রাম থেকে চলে যান তাহলে এখানে মননচর্চায় শূন্যতার সৃষ্টি হবে। যে শূন্যতা কখন পূরণ হবে এখনই তা বলা সম্ভব নয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

অধ্যক্ষ শায়েস্তা খান আর নেই

শিক্ষাবিদ, ক্রীড়া সংগঠক প্রফেসর শায়েস্তা খান মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । নগরের সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২০ অক্টোবর) ভোর পাঁচটায় তিনি

বিস্তারিত »

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে। তবে আজ (১৯ অক্টোবর) দুপুর সোয়া ১২টা পর্যন্ত

বিস্তারিত »

ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন

নগরের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার আল হামিদ টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  আজ নয়তলা ভবনের ওই কারখানায় প্রায় পাঁচ শতাধিক

বিস্তারিত »

ভারতে ‘ফিনাইল’ খেয়ে হাসপাতালে ভর্তি ২৫ ট্রান্সজেন্ডার

ভারতের মধ্যপ্রদেশে অন্তত ২৫ জন ট্রান্সজেন্ডার (রূপান্তরকামী) একসঙ্গে ‘ফিনাইল’ পান করেছেন বলে জানা গেছে। গত বুধবার (১৫ অক্টোবর) রাতে ইন্দোর শহরে এ ঘটনা ঘটে। পরে

বিস্তারিত »

গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে পারে কেবল নির্বাচিত সরকার: দুদু

গত বুধবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে জাতীয় নির্বাচন ঘিরে দেশ-বিদেশে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য

বিস্তারিত »

চাকসুর ভোটগ্রহণ শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিস্তারিত »

মিরপুরে কেমিক্যাল গোডাউন-গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন

বিস্তারিত »

ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈশ্বিক সভায় যোগ দিতে আজ রোববার (১২ অক্টোবর) ইতালির রোম সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা

বিস্তারিত »

আইনের শাসন কাকে বলে, নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই : সিইসি

আজ শনিবার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রামে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে সিইসি এ মন্তব্য করেন। এ এম এম নাসির উদ্দিন

বিস্তারিত »