বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২, ১৮ জমাদিউস সানি, ১৪৪৭

মার্টিনজের গোলে কোপার কোয়ার্টারে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

বদলী খেলোয়াড় লাউটারো মার্টিনেজের ৮৮ মিনিটের গোলে চিলিকে ১-০ ব্যবধানে পরাজিত করে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

লিওনেল মেসি প্রথমার্ধে পোস্টে বল না লাগালে জয়ের ব্যবধান হয়তো বাড়তে পারতো। এই ম্যাচে জয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের সহযোগিতা করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে শেষ পর্যন্ত নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৮২ হাজার সমর্থকদের সামনে উৎসবের ক্ষন উপহার দেন লটারো।

বুধবার ( ২৬ জুন) সকালে ম্যাচের শুরু থেকেই ১৫ বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রতিপক্ষ চিলির উপর চেপে বসে। কিন্তু একের পর এক বাজে ফিনিশিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের হতাশ হতে হয়। চিলির ৪১ বছর বয়সী গোলরক্ষক ক্লডিও ব্র্যাভোর উজ্জীবিত পারফরমেন্সও আর্জেন্টিনাকে এগিয়ে যেতে বাঁধা দিয়েছে।

এই ভেন্যুতেই ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। কাল স্টেডিয়ামটি আর্জেন্টিনার হোম ভেন্যুতে পরিনত হয়েছিল। প্রিয় দলকে সমর্থন দিতে আকাশী-নীল জার্সি পরিহিত আর্জেন্টাইন সমর্থকের অভাব ছিলনা।
২২ মিনিটে আক্রমনভাগে মেসির স্ট্রাইকিং পার্টনার জুলিয়ান আলভারেজের শট রুখে দেন ব্র্যাভো। নিকোলাস গঞ্জালেজের প্রথম সুযোগের শটটি বাইলাইন থেকে ক্লিয়ার হয়। মেসিকে আটকে রাখার ক্ষেত্রে চিলির রক্ষনভাগ বেশ সাহসিকতা দেখিয়েছে। এতে তারা বেশীরভাগ সময় সফলও ছিল। সারাক্ষনই মেসিকে ঘিড়ে রেখেছিল তিনজন ডিফেন্ডার। কিন্তু এর মধ্যে থেকেও ৩৬ মিনিটে অল্পের জন্য গোলের দেখা পাননি আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি। ২৫ গজ থেকে তার শট পোস্টে লেগে ফেরত আসে।

২০১৫ ও ২০১৬ সালে দুইবার কোপা আমেরিকা ফাইনালে চিলি আর্জেন্টিনাকে শিরোপা জিততে দেয়নি। এর মধ্যে ২০১৬ সালে এই মেটলাইফ স্টেডিয়ামে হারের পর মেসি জাতীয় দল থেকে সড়ে দাঁড়ানোর ঘোষনা দিয়েছিলেন। কিন্তু যখনই চিলি জেদী ভাব প্রমান করে তখনই বিশ্ব চ্যাম্পিয়নরা ঘুড়ে দাঁড়নোর পথ ঠিকই খুঁজে পায়। গোলের জন্য মরিয়া হয়ে ওঠা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে চিলি উপর চেপে বসে। কিন্তু এবারও ব্রাভো একাই আর্জেন্টিনার আক্রমন প্রতিহত করতে সচেষ্ট হয়ে ওঠে। নাহুয়েল মোলিনাকে পোস্টের খুব কাছে থেকে বল জালে জড়ানে দেননি ব্রাভো। এরপর নিকোলাস গঞ্জালেজকেও হতাশ করেন। কাউন্টার এ্যাটাকা থেকে চিলিও মাঝে মাঝে আক্রমন চালিয়েছে। তারই ধারাবাহিকতা রডরিগো এজেভেরিয়াকে রুখে দেন আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ। ৮৮ মিনিটে মেসির ইন-সুইং কর্ণার থেকে মার্টিনেজ জয়সূচক গোলটি করেন। ভিএআর দীর্ঘ সময় অফসাইড পজিশন পরীক্ষা করে শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে গোল উপহার দেন। ম্যাচর শেষ ভাগে এ্যাঞ্জেল ডি মারিয়ার এ্যাসিস্টে লটারো ব্যবধান দ্বিগুন করার সুযোগ হাতছাড়া করেন।

এ-গ্রুপের আরেক ম্যাচে জোনাথন ডেভিডের একমাত্র গোলে ১০ জনের পেরুকে হারিয়ে লড়াইয়ে ফিরেছে কানাডা। এই জয়ে চিলিকে দুই পয়েন্ট পিছনে ফেলে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে কানাডা। প্রথম ম্যাচে তারা আর্জেন্টিনার কাছে ২-০ গোলে পরাজিত হয়েছিল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সত্যি প্রেমে পড়েছেন শুভ-ঐশী

চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী এবং নায়ক আরিফিন শুভ-দুজনেই ব্যক্তিজীবনে যথেষ্ট আড়ালপ্রিয়। কাজ ছাড়া তাদের খুব একটা দেখা মেলে না। সোশ্যাল হ্যান্ডেলেও একেবারে সীমিত উপস্থিতি। তবু

বিস্তারিত »

ঘরের মাঠে লজ্জার সামনে ভারত, ইতিহাসের সামনে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি টেস্টে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনের শেষে ৩১৪ রানে এগিয়ে রয়েছেন টেম্বা বাভুমার দল। দ্বিতীয় ইনিংসে ১০ উইকেটই তাদের হাতে রয়েছে। নিশ্চিতভাবেই চতুর্থ

বিস্তারিত »

অমুসলিম বিদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য নতুন দুটি নতুন মদের দোকান খোলার পরিকল্পনা করছে সৌদি আরব। এর মধ্যে একটি স্টোর রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোতে কর্মরত

বিস্তারিত »

হঠাৎ বেড়েছে শীতের সবজির দাম

মাত্র তিন-চার সপ্তাহ আগেই শীতকালীন সবজির আগাম সরবরাহে দাম কমেছিল রাজধানী ঢাকার বাজারগুলোতে। এরপর অনেকটাই নাগালে চলে আসে সবজির দাম। এমনকি গত সপ্তাহেও দামে স্বস্তি

বিস্তারিত »

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা ছাড়লেন

দুইদিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ভুটানের প্রধানমন্ত্রী তোবগে ২২ থেকে ২৪

বিস্তারিত »

আয়ারল্যান্ডকে ধবলধোলাই করলো বাংলাদেশ

মুশফিকুর রহিমের শততম টেস্টে আয়ারল্যান্ডকে ২১৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিরিজের দুটি টেস্ট জিতে আইরিশদের ধবলধোলাই করলো স্বাগতিকরাা। দ্বিতীয় ইনিংসে ২৯১ রানে অলআউট হয়েছে

বিস্তারিত »

ঢাকা সফরে কানাডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার সারা

কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের আন্তর্জাতিক বাণিজ্যের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার ও প্রধান বাণিজ্য কমিশনার সারা উইলশ প্রথমবারের মতো সরকারি সফরে ঢাকায় এসেছেন। সফরে তিনি অর্থনৈতিক

বিস্তারিত »

কাজাখস্তানের গোলকিপার রুখে দিলেন বেলজিয়ামকে

  বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে নেমে হোঁচট খেল বেলজিয়াম। কাজাখস্তানের গোলকিপার তেমির্লান আনারবেকভের একের পর এক দুর্দান্ত সেভে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছে। গত শনিবার

বিস্তারিত »

এস এম ইউসুফ: অনলবর্ষী বক্তা, প্রতিভাবান তেজস্বী রাজনীতিবিদ

এস এম ইউসুফ একজন অসাধারণ প্রতিভাধর রাজনীতিবিদ ছিলেন। ছেচল্লিশে পটিয়ার একটি গ্রাম থেকে উদ্ভূত হয়ে তাঁর আলোকসামান্য প্রতিভা প্রথমে চট্টগ্রাম, তারপর বাংলাদেশকে আবিষ্ট করে ফেলেছিলো।

বিস্তারিত »