চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া গ্রামের বদরুদ্দোজা মেম্বারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ১৮ টি পরিবারের বসতঘত। স্থানীয় জনসাধারণ এবং আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুই ঘন্টার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
রোববার (২৩ জুন) সকাল ১০ টার দিকে ভয়াবাহ এ দুর্ঘটনা ঘটে।
ওই এলাকার আবদুল কাদেরের বসত ঘরের বৈদ্যুতিক মিটার থেকে শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা। তাদের মতে, ১৮টি পরিবারের প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ক্ষতিগ্রস্তরা হলেন— হুমায়ুন পারভেজ.মো. ইউনুচ মিস্ত্রী,মো. নুরুল আলম, মো. শাহ আলম, আবদুল মান্নান, আবদুস সবুর, আবদুর রহিম, আবদুল হাকিম, আবদুল গফুর, মো. মহিউদ্দীন মন্টু, আহমদ হাসান, মোহাম্মদ হোসেন, আলমাস খাতুন প্রকাশ লেদুনী, মো. আনোয়ার, আবদুল কাদের, মোহাম্মদ শফিউল আলম, মোহাম্মদ ইদ্রিস, ও জেসমিন আক্তার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত লিডার মো. মুজিবুর রহমান জানান, আমরা ১০ টার পরে খবর পেয়ে ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। দুপুর ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।