প্রথমবার নরেন্দ্র মোদির বিজেপি থেকে মনোনয়ন নিয়ে মন্ডিতে জিতেছেন হিমাচলের ‘রানি’ খ্যাত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতই। প্রথমবার ভোটের মাঠে নেমে প্রতিপক্ষের প্রার্থী বিক্রমাদিত্যের চেয়ে ৭০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন ‘কুইন’ খ্যাত এই তারকা!
মঙ্গলবার ( ৪ জুন) গণনা শুরুর প্রথম থেকেই কংগ্রেসের প্রার্থী তথা সে রাজ্যের মন্ত্রী বিক্রমাদিত্য সিংহকে টেক্কা দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। প্রতি রাউন্ডেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভোটের ব্যবধান। নির্বাচন কমিশনের বিকাল সাড়ে ৪টার হিসাব অনুযায়ী, প্রতিপক্ষের প্রার্থী বিক্রমাদিত্যের থেকে ৭০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন কঙ্গনা।
তবে এই জয়ের কৃতিত্ব অভিনেত্রী দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই। তাঁর কথায়, তিনি জিতেছেন ‘প্রধানমন্ত্রী মোদীর নামেই’।
১ জুন ছিল কঙ্গনা রানাউতের লোকসভা কেন্দ্রে ভোট। এর আগে তার নামে মনোনয়ন ঘোষণার পর থেকেই গত দেড় মাস হিমাচল প্রদেশের বিভিন্ন জেলা চষে বেড়িয়েছেন এই অভিনেত্রী। নাওয়া-খাওয়া ভুলে প্রায় ৪৫০ কিলোমিটার পথ পেরিয়েছেন। জনসংযোগ করেছেন। আর সেই পরিশ্রমের ফলই কঙ্গনা পেয়েছেন বলে মনে করছেন অনেকে।