চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় ১৬ ভরি স্বর্ণ ছিনতাইয়ের সময় এক সোর্সসহ আমিনুল ইসলাম নামে এক পুলিশের এসআইকে আটক করেছে জনতা। সোর্সের নাম জাহেদ। খবর পেয়ে খুলশী থানার ওসি অভিযুক্ত ২ জনকে আটক করে থানায় নিয়ে যান।
রবিবার (১৯ মে) বিকেলে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টাইগারপাস এলাকায় এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন জাহেদ নামে ওই সোর্স পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলামকে ধাওয়া দিয়ে আটক করে থানায় খবর দেয়।
বিষয়টি জানতে খুলশী থানার ওসিকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।