প্রথমবার সৌদির মাটিতে স্নানপোশাকের ফ্যাশন শো আয়োজন করেছে দেশটির সরকার। শুক্রবার (১৭ মে) এই ঐতিহাসিক ফ্যাশন শো-টির আয়োজন করা হয় রক্ষণশীল দেশটিতে।
খালিজ টাইমের এক প্রতিবেদন থেকে জানা যায়, সৌদিতে উদযাপিত হচ্ছে রেড সি ফ্যাশন উইক।
শুক্রবার ছিল তার দ্বিতীয় দিন। আর সেদিন আয়োজন করা হয়েছিল এই বিশেষ ফ্যাশন শোয়ের। সেন্ট রেজিস রেড সি রিসর্টের সুইমিং পুলের ধারে বসে ছিল এর আসর।
এদিন মডেলদের পরনে ছিল স্নানপোশাক বা সুইমস্যুট । মডেলদের পোশাকে রঙের পাশাপাশি ঢঙেরও বৈচিত্র ছিল ঢের। মরক্কোর ডিজাইনার ইয়াসমিনা কাঞ্জলের তৈরি স্নানপোশাকে সেজে উঠেছিলেন মডেলরা।
এতে পর্দানশীল পোশাকের পরিবর্তে উন্মুক্ত সুইমিং কস্টিউমে দেখা যায় মডেলদের। ইয়াসমিনা কানজালের নকশা করা লাল, গোলাপি, সবুজ, কমলা, নীল, ধূসরসহ নানা রঙের সাঁতারের পোশাকে একে একে হাজির হন নারী মডেলরা।
এই উৎসবের অংশ হতে পেরে উচ্ছ্বসিত ইয়াসমিনাও। এক সাক্ষাৎকারে পোশাকের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, রক্ষণশীল সংস্কৃতির কথা মাথায় রেখেই রুচিশীল স্নানপোশাক তুলে ধরার চেষ্টা করেছি। এই ফ্যাশন শোয়ে অংশ হতে পেরে আমি খুব খুশি।
তিনি জানান, আমরা এই আয়োজনে আরব বিশ্বকে প্রতিনিধিত্ব করা অভিজাত ও মার্জিত সাঁতারের পোশাক দেখাতে চেয়েছি।