চট্টগ্রামের বাঁশখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব অব আগ্রাবাদ এর উদ্যোগে আলোচনা সভা ও বালিকা ক্রিকেটারদের ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (২৩ মার্চ) বানীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে বাঁশখালী বালিকা ক্রিকেট ক্লাব অনুশীলন গ্রাউন্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক প্রেসিডেন্ট পিএনআর খালেদা আওয়াল, প্রেসিডেন্ট নাসরিন নাহার, সেক্রেটারি আসমা আহমেদ, ক্লাব প্রতিনিধি শারফিন কবির, বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক প্রকাশ বড়ুয়া, শিক্ষক মাহবুব আলম, সাংবাদিক তাফহিমুল ইসলাম, বাঁশখালী বালিকা ক্রিকেট ক্লাবের পরিচালক নজরুল ইসলাম, প্রশিক্ষক সরোয়ার আলম, জিয়াউল হক প্রমুখ।
নারী নেতৃবৃন্দ কিশোরী ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেন, আমাদের দেশের নারীদের মাথা উচু করে নিজেদের উপস্থাপন করা শিখতে হবে। সমাজকে দেখিয়ে দিতে হবে আমরাও পারি। এসময় তারা বালিকা ক্রিকেট ক্লাব এবং ক্রিকেটারদেরকে জেলা পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বালিকা ক্রিকেট ক্লাবের ৪৫ জন ক্রিকেটারকে ক্রীড়াসামগ্রী তুলে দেন ইনার হুইল ক্লাব অব আগ্রাবাদের নেতৃবৃন্দরা।