চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)’র নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্য, পাক্ষিক ক্রীড়াতরঙ্গ ও পোর্ট্রেট এর ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ মোহাম্মদ তানসীরকে পোর্ট সিটি সিনিয়র ক্লাবের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (১৭ মার্চ) ক্লাবের হল রুমে সংবর্ধনা অনুষ্ঠান শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পোর্ট সিটি সিনিয়র ক্লাবের সভাপতি রুহুল আমিন তপনের সভাপতিত্বে এবং ক্লাব উপদেষ্টা সাইদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিজেকেএস’র সাবেক যুগ্ম সম্পাদক, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহ-সভাপতি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী।
সংবর্ধিত অতিথি সৈয়দ মোহাম্মদ তানসীর ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক রাসেদ মনোয়ার, কেশব ঘোষ, ক্রীড়া ব্যক্তিত্ব সরোয়ার আলম মনি, সুজিত সেন, তায়কোয়ানডো একাডেমির প্রশিক্ষক আব্দুল্লাহ আল নোমান ও চেজ একাডেমির প্রশিক্ষক মোহম্মদ আসিফ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন ক্লাবের সিনিয়র সদস্য মোহম্মদ মহিউদ্দিন, মকসুদুল আলম বাবুল, তৌহিদুর রহমান, মিজানুর রশীদ, জাহাঙ্গীর আমিন ও মহিউদ্দীন মানু। পরে অতিথিকে সম্মাননা স্মারক ও আজীবন সদস্য পদের ফরম প্রদান করা হয়।