বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন, ১৪৩১, ১১ রমজান, ১৪৪৬

কথা রাখেনি ওয়াসা: সুজন

নগরজুড়ে পানির তীব্র সংকট

মুক্তি ৭১ ডেস্ক

রমজান মাসের শুরুতেই ওয়াসার পানি সংকটের কারণে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। নগরজুড়ে পানির তীব্র সংকটে ক্ষোভ প্রকাশ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

শনিবার (১৬ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে ওয়াসার পানি সরবরাহ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এর আগে গত ৩ মার্চ ওয়াসার এমডি’র সাথে মতবিনিময়ে রমজানে পানি সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দিলেও ওয়াসা কথা দিয়ে কথা রাখেনি বলে অভিযোগ করেন সুজন।

এ সময় তিনি বলেন, চট্টগ্রামের বিপুল সংখ্যক নগরবাসীর পানির চাহিদার কথা চিন্তা করে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে নতুন পানি শোধনাগার প্রকল্পের জন্য হাজার হাজার কোটি টাকার বরাদ্দ প্রদান করেছেন। অতীতের সরকারগুলো নগরবাসীর পানির চাহিদা মিটানোর জন্য কোন ধরণের বরাদ্দ না রাখলেও বর্তমান প্রধানমন্ত্রীর বরাদ্দ ছিল উল্লেখ করার মতো। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নগরবাসী পানির দুশ্চিন্তা থেকে মুক্ত হবে ওয়াসা থেকে বারবার এমন বক্তব্য দিলেও নগরবাসী কিন্তু সুপেয় পানি প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে রমজানের প্রথম দিন থেকে পানির জন্য বিপাকে পড়েছে নগরবাসী। সারাদিন অপেক্ষা করেও নগরীর অনেক এলাকায় পানির দেখা মিলছে না।

নগরীর উঁচু এলাকায় পানির সংকট আরো বেশি। এমনকি ইফতার এবং সেহেরীর সময়ও পানির দেখা না পাওয়া অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে নগরীর বাকলিয়া, বায়েজিদ, চকবাজার, কাতালগঞ্জ, সরাইপাড়া, পতেঙ্গা, হালিশহর, কাট্টলী, আগ্রাবাদ, মুরাদপুরসহ অন্যান্য এলাকায় ওয়াসার পানি পাচ্ছে না বলে গ্রাহকের অভিযোগ রয়েছে। এ অবস্থায় ওয়াসার কোন দৌড়ঝাঁপও দেখছে না বলে হতাশা প্রকাশ করেছেন গ্রাহকবৃন্দ। অথচ ওয়াসা এ রমজানে গ্রাহকদের কষ্ট না পড়ার কথা বললেও সে কথা রাখেনি তারা।

সুজন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী না চাইতে চট্টগ্রামের উন্নয়নের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ প্রদান করেছেন। চট্টগ্রামের এতোসব বড় বড় প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর একক অবদান। পাশাপাশি স্থানীয় সরকারমন্ত্রী অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে তাঁর মন্ত্রণালয় পরিচালনা করছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান হওয়া সত্বেও ওয়াসা সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ বলে নগরবাসীর অভিযোগ।

সুজন আরো বলেন, প্রকল্প গ্রহণের পূর্বে পানির উৎস, চাহিদা, বিপণন এবং পানির লবণাক্ততা এসব বিষয় বিবেচনা করে প্রকল্প গ্রহণ করা উচিত। প্রকল্প বাস্তবায়নের পর লবণাক্ততার জন্য পানি সংগ্রহ করতে না পারার কথাটা বলা শোভন নয়। এ সমস্যা কাটিয়ে উঠার জন্য ওয়াসার বিকল্প পন্থা খুঁজে বের করা উচিত বলে মনে করেন তিনি। তিনি আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি যে, ওয়াসা পূর্বের প্রকল্পগুলোর সঠিক দেখভাল না করে নতুন নতুন প্রকল্প গ্রহণে উৎসাহিত হচ্ছেন। এতে করে পূর্বের প্রকল্পগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও মন্তব্য সুজনের। তাই চলমান প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়নের পরামর্শও রাখেন তিনি।

তিনি বলেন, রোববার (১৭ মার্চ) বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী। জাতির পিতার প্রতি সম্মান রেখে অন্তত ১৭ মার্চ নগরীর সকল গ্রাহক যাতে ওয়াসার পানি সরবরাহ পায় সে ব্যবস্থা করার জন্য ওয়াসার প্রতি আহবান জানান তিনি। পাশাপাশি গ্রাহকদের কথা বিবেচনা করে রেশনিং এবং ভাউচারের মাধ্যমে নগরবাসীর মাঝে পানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য ওয়াসার প্রতি সবিনয় অনুরোধ জানান খোরশেদ আলম সুজন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আলবিদা ২০২৪

২০০৭ সালে মুক্তি পাওয়া লাইফ ইন এ মেট্রো ছবির আলবিদা শিরোনামের গানের লাইন এটি। (উল্লেখ্য বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী জেমসের গাওয়া)। সত্যিই তো আর মাত্র

বিস্তারিত »

‘দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না’

সংস্কারের কারণে দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয়

বিস্তারিত »

সচিবালয়ে প্রবেশ: সাময়িক অসুবিধায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চায় সরকার

সচিবালয়ে প্রবেশ ইস্যুতে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে সরকার। শনিবার (২৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভয়াবহ

বিস্তারিত »

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৮ কোটি ২১ লাখ টাকা

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা। শনিবার দিনভর গণনা শেষে এ হিসাব পাওয়া গেছে। পাগলা মসজিদের দানবাক্স

বিস্তারিত »

মামলার প্রস্তুতি নিচ্ছেন নিহত আইনজীবী সাইফুলের বাবা

চট্টগ্রাম আদালত এলাকায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের হামলায় নিহত আইনজীবীর বাবা হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। আজকে অথবা আগামী কালের মধ্যে

বিস্তারিত »

টেকনাফে আবারও অপহরণ, এখনও নিখোঁজ ৩ শ্রমিক

কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে অপহরণ করা ছয় শ্রমিকের মধ্যে তিন জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকিরা এখনও নিখোঁজ। আজ শনিবার সকাল সাড়ে ৮ টারে দিকে

বিস্তারিত »

আবরার ফাহাদ হত্যা মামলা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলায় দণ্ডিত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর)

বিস্তারিত »

আইনজীবী হত্যায় ছাত্রলীগের দুজনসহ অংশ নেয় ১৫ জন

বন্দরনগরী চট্টগ্রামে আদালত এলাকায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় ধারালো অস্ত্র হাতে সরাসরি অংশ নেয় ১৫ জনের একটি দল। তাদের মধ্যে অন্তত দুইজন নিষিদ্ধ

বিস্তারিত »

চিন্ময়কাণ্ডে পুলিশের ৩ মামলা, আসামি ১৪৭৬

চট্টগ্রাম আদালত এলাকায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরে সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায়

বিস্তারিত »