বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র, ১৪৩২, ১০ রবিউল আউয়াল, ১৪৪৭

যে চার কারণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চায় না আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের যুদ্ধ ২য় বার্ষিকীতে প্রবেশ করেছে। এ যুদ্ধ কয়েক দিনের মধ্যে শেষ হবে বলে মনে করা হয়েছিল, কিন্তু এখন এটি ব্যাপক ক্ষয়ক্ষতি-বহুল একটি দীর্ঘমেয়াদি যুদ্ধে পরিণত হয়েছে।

আন্তর্জাতিক অনেক বিশেষজ্ঞ ওয়াশিংটনকে ইউক্রেনে উত্তেজনা বৃদ্ধির মূল হোতা বলে মনে করেন, যার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে, যুদ্ধক্ষেত্রে অস্ত্র সরবরাহের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ জিইয়ে রাখা।

২০২২ সালের ২২ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন কর্মকর্তারা যখনই শান্তি আলোচনার বিষয়টি উত্থাপিত হয়েছে তখনই তারা এ কথা বলেছেন যে, এই যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে এবং বিশ্বকে এমন একটি যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত রাখা উচিত যা বছরের পর বছর স্থায়ী হতে পারে।

ইউক্রেন ইস্যুতে আমেরিকার প্রথম স্বার্থ বা লক্ষ্য হচ্ছে, যুদ্ধ জিইয়ে রেখে রাশিয়াকে দুর্বল করা। হোয়াইট হাউস মনে করে, এই যুদ্ধ অব্যাহত থাকার অর্থ হবে, ইউক্রেনের পক্ষ থেকে আসা সামরিক হুমকির উৎস মোকাবেলা করতে গিয়ে রাশিয়াকে তার গুরুত্বপূর্ণ সব সম্পদ ব্যয় করতে হবে। সেইসাথে যুদ্ধ-পরবর্তী সময়ে ইউরোপীয় নিরাপত্তা কাঠামোতে সমান মর্যাদা অর্জনে তার রাজনৈতিক লক্ষ্যগুলো অর্জনে বেগ পেতে হবে। অর্থাৎ রাজনৈতিকভাবে রাশিয়াকে কোণঠাসা করা।

দ্বিতীয় কারণ হচ্ছে, যুক্তরাষ্ট্র জ্বালানি খাতে রাশিয়া ও ইউরোপের মধ্যকার সহযোগিতা ছিন্ন করতে আগ্রহী।

শীতল যুদ্ধের পর থেকে দশকের পর দশক ধরে আমেরিকা রাশিয়ার ব্যাপারে এই টার্গেট বাস্তবায়নের চেষ্টা করে আসছে। যেমনটি খ্যাতনামা সাংবাদিক সিমর হার্শ একথা ফাঁস করে দিয়েছেন যে, ‘নর্ড স্ট্রিম’ গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের পেছনে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র হাত ছিল যার মূল পরিকল্পনাকারী হচ্ছে মার্কিন সরকার। এটি রাশিয়া এবং ইউরোপের মূল অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য মার্কিন সরকারের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ।

প্রকৃতপক্ষে, আমেরিকার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে, ইউরোপে জ্বালানি সরবরাহে রাশিয়ার বিকল্প উৎস দাঁড় করানো। এছাড়া, ইউরোপীয় শিল্প কারখানাগুলোর জন্য এমন এক কঠিন পরিস্থিতি তৈরি করা যাতে আমেরিকান পণ্যগুলো ইউরোপীয় দেশগুলোর উৎপাদিত পণ্যকে পেছনে ফেলে সামনে এগিয়ে থাকতে পারে এবং যাতে নিজেদের শিল্পপণ্যের বাজার শক্তিশালী করতে পারে।

গত জুলাই মাসের দিকে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, ইউরোপীয় নাগরিকরা যখন কয়েক দশকের মধ্যে নজিরবিহীন মুদ্রাস্ফীতির সম্মুখীন এবং নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী তখন সেই সুযোগে কিছু মার্কিন তেল কোম্পানি প্রচুর মুনাফা অর্জনের ধান্ধায় রয়েছে।

উদাহরণস্বরূপ, “এক্সন মোবিল” কোম্পানি ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার প্রথম মাসগুলোতে ঘোষণা করেছিল, ২০২২ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে তারা ১৭৯০ কোটি ডলারের মুনাফা অর্জন করেছে যেখানে ওই একই বছরের প্রথম ৩ মাসে এই কোম্পানির মুনাফা ছিল ৫৫০ বিলিয়ন ডলার।

এ ঘোষণার কিছুদিন পর ইউরোপীয় কমিশনের সভাপতি এক বক্তৃতায় এই বিষয়টি উত্থাপন করে বেশিরভাগ আমেরিকান কোম্পানিকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘ভোক্তাদের ক্ষতি করে বিপুল লাভের আশায় বর্তমান যুদ্ধ পরিস্থিতির সুযোগ নেয়া ঠিক নয়।’

ইউক্রেন যুদ্ধ জিইয়ে রেখে আমেরিকার তৃতীয় লক্ষ্য হল, ইউরোপের সামরিক শিল্প সক্রিয় করা এবং পুনরায় সামরিকীকরণে উৎসাহিত করা।

মার্কিন যুক্তরাষ্ট্র এটা জানে যে, শুধুমাত্র মার্কিন বাহিনী দ্বারা সামরিক কার্যক্রম পরিচালিত হলে বিশ্বে দীর্ঘমেয়াদী সামরিক সংঘাত বা প্রতিযোগিতায় টিকে থাকা অসম্ভব। কেননা, মার্কিন যুক্তরাষ্ট্র চীনের ক্রমবর্ধমান হুমকির মুখে রয়েছে এবং অদূর ভবিষ্যতে তাদের অর্থ-সম্পদ প্রশান্ত মহাসাগর অঞ্চলে ব্যয়ের বিরাট ঝুঁকির মধ্যে রয়েছে। এসব কারণে ওয়াশিংটন ইউরোপীয় ইউনিয়নের সামরিক-শিল্প কারখানা আরো সক্রিয় ও শক্তিশালী করার চেষ্টা করছে।

ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত করার ক্ষেত্রে ওয়াশিংটনের চতুর্থ লক্ষ্য হল, রাশিয়া, চীন ও ইরানসহ আমেরিকার বিরোধীদের মোকাবেলা করার জন্য তার ইউরোপীয় মিত্রদেরকে সংঘবদ্ধ করা।

কিন্তু, বর্তমান পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে, ইউক্রেনকে দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়ে আমেরিকা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং তারা এমন এক নতুন বিশ্ব ব্যবস্থার মুখোমুখি হতে পারে যেখানে আমেরিকার মোড়লিপনার আর কোনো সুযোগ থাকবে না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মনোনীত হলেন পূর্বকোণ সম্পাদক ডা. রমিজ

প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরীসহ ১২ জন বিশিষ্ট ব্যক্তি। সোমবার (২৮ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে

বিস্তারিত »

বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ বীর প্রতীক এর মৃত্যুতে গভীর

সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাবের আবাসিক কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতে

বিস্তারিত »

আলবিদা ২০২৪

২০০৭ সালে মুক্তি পাওয়া লাইফ ইন এ মেট্রো ছবির আলবিদা শিরোনামের গানের লাইন এটি। (উল্লেখ্য বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী জেমসের গাওয়া)। সত্যিই তো আর মাত্র

বিস্তারিত »

‘দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না’

সংস্কারের কারণে দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয়

বিস্তারিত »

সচিবালয়ে প্রবেশ: সাময়িক অসুবিধায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চায় সরকার

সচিবালয়ে প্রবেশ ইস্যুতে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে সরকার। শনিবার (২৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভয়াবহ

বিস্তারিত »

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৮ কোটি ২১ লাখ টাকা

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা। শনিবার দিনভর গণনা শেষে এ হিসাব পাওয়া গেছে। পাগলা মসজিদের দানবাক্স

বিস্তারিত »

মামলার প্রস্তুতি নিচ্ছেন নিহত আইনজীবী সাইফুলের বাবা

চট্টগ্রাম আদালত এলাকায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের হামলায় নিহত আইনজীবীর বাবা হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। আজকে অথবা আগামী কালের মধ্যে

বিস্তারিত »

টেকনাফে আবারও অপহরণ, এখনও নিখোঁজ ৩ শ্রমিক

কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে অপহরণ করা ছয় শ্রমিকের মধ্যে তিন জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকিরা এখনও নিখোঁজ। আজ শনিবার সকাল সাড়ে ৮ টারে দিকে

বিস্তারিত »

আবরার ফাহাদ হত্যা মামলা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলায় দণ্ডিত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর)

বিস্তারিত »