মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২, ২৪ জমাদিউস সানি, ১৪৪৭

যে চার কারণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চায় না আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের যুদ্ধ ২য় বার্ষিকীতে প্রবেশ করেছে। এ যুদ্ধ কয়েক দিনের মধ্যে শেষ হবে বলে মনে করা হয়েছিল, কিন্তু এখন এটি ব্যাপক ক্ষয়ক্ষতি-বহুল একটি দীর্ঘমেয়াদি যুদ্ধে পরিণত হয়েছে।

আন্তর্জাতিক অনেক বিশেষজ্ঞ ওয়াশিংটনকে ইউক্রেনে উত্তেজনা বৃদ্ধির মূল হোতা বলে মনে করেন, যার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে, যুদ্ধক্ষেত্রে অস্ত্র সরবরাহের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ জিইয়ে রাখা।

২০২২ সালের ২২ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন কর্মকর্তারা যখনই শান্তি আলোচনার বিষয়টি উত্থাপিত হয়েছে তখনই তারা এ কথা বলেছেন যে, এই যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে এবং বিশ্বকে এমন একটি যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত রাখা উচিত যা বছরের পর বছর স্থায়ী হতে পারে।

ইউক্রেন ইস্যুতে আমেরিকার প্রথম স্বার্থ বা লক্ষ্য হচ্ছে, যুদ্ধ জিইয়ে রেখে রাশিয়াকে দুর্বল করা। হোয়াইট হাউস মনে করে, এই যুদ্ধ অব্যাহত থাকার অর্থ হবে, ইউক্রেনের পক্ষ থেকে আসা সামরিক হুমকির উৎস মোকাবেলা করতে গিয়ে রাশিয়াকে তার গুরুত্বপূর্ণ সব সম্পদ ব্যয় করতে হবে। সেইসাথে যুদ্ধ-পরবর্তী সময়ে ইউরোপীয় নিরাপত্তা কাঠামোতে সমান মর্যাদা অর্জনে তার রাজনৈতিক লক্ষ্যগুলো অর্জনে বেগ পেতে হবে। অর্থাৎ রাজনৈতিকভাবে রাশিয়াকে কোণঠাসা করা।

দ্বিতীয় কারণ হচ্ছে, যুক্তরাষ্ট্র জ্বালানি খাতে রাশিয়া ও ইউরোপের মধ্যকার সহযোগিতা ছিন্ন করতে আগ্রহী।

শীতল যুদ্ধের পর থেকে দশকের পর দশক ধরে আমেরিকা রাশিয়ার ব্যাপারে এই টার্গেট বাস্তবায়নের চেষ্টা করে আসছে। যেমনটি খ্যাতনামা সাংবাদিক সিমর হার্শ একথা ফাঁস করে দিয়েছেন যে, ‘নর্ড স্ট্রিম’ গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের পেছনে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র হাত ছিল যার মূল পরিকল্পনাকারী হচ্ছে মার্কিন সরকার। এটি রাশিয়া এবং ইউরোপের মূল অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য মার্কিন সরকারের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ।

প্রকৃতপক্ষে, আমেরিকার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে, ইউরোপে জ্বালানি সরবরাহে রাশিয়ার বিকল্প উৎস দাঁড় করানো। এছাড়া, ইউরোপীয় শিল্প কারখানাগুলোর জন্য এমন এক কঠিন পরিস্থিতি তৈরি করা যাতে আমেরিকান পণ্যগুলো ইউরোপীয় দেশগুলোর উৎপাদিত পণ্যকে পেছনে ফেলে সামনে এগিয়ে থাকতে পারে এবং যাতে নিজেদের শিল্পপণ্যের বাজার শক্তিশালী করতে পারে।

গত জুলাই মাসের দিকে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, ইউরোপীয় নাগরিকরা যখন কয়েক দশকের মধ্যে নজিরবিহীন মুদ্রাস্ফীতির সম্মুখীন এবং নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী তখন সেই সুযোগে কিছু মার্কিন তেল কোম্পানি প্রচুর মুনাফা অর্জনের ধান্ধায় রয়েছে।

উদাহরণস্বরূপ, “এক্সন মোবিল” কোম্পানি ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার প্রথম মাসগুলোতে ঘোষণা করেছিল, ২০২২ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে তারা ১৭৯০ কোটি ডলারের মুনাফা অর্জন করেছে যেখানে ওই একই বছরের প্রথম ৩ মাসে এই কোম্পানির মুনাফা ছিল ৫৫০ বিলিয়ন ডলার।

এ ঘোষণার কিছুদিন পর ইউরোপীয় কমিশনের সভাপতি এক বক্তৃতায় এই বিষয়টি উত্থাপন করে বেশিরভাগ আমেরিকান কোম্পানিকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘ভোক্তাদের ক্ষতি করে বিপুল লাভের আশায় বর্তমান যুদ্ধ পরিস্থিতির সুযোগ নেয়া ঠিক নয়।’

ইউক্রেন যুদ্ধ জিইয়ে রেখে আমেরিকার তৃতীয় লক্ষ্য হল, ইউরোপের সামরিক শিল্প সক্রিয় করা এবং পুনরায় সামরিকীকরণে উৎসাহিত করা।

মার্কিন যুক্তরাষ্ট্র এটা জানে যে, শুধুমাত্র মার্কিন বাহিনী দ্বারা সামরিক কার্যক্রম পরিচালিত হলে বিশ্বে দীর্ঘমেয়াদী সামরিক সংঘাত বা প্রতিযোগিতায় টিকে থাকা অসম্ভব। কেননা, মার্কিন যুক্তরাষ্ট্র চীনের ক্রমবর্ধমান হুমকির মুখে রয়েছে এবং অদূর ভবিষ্যতে তাদের অর্থ-সম্পদ প্রশান্ত মহাসাগর অঞ্চলে ব্যয়ের বিরাট ঝুঁকির মধ্যে রয়েছে। এসব কারণে ওয়াশিংটন ইউরোপীয় ইউনিয়নের সামরিক-শিল্প কারখানা আরো সক্রিয় ও শক্তিশালী করার চেষ্টা করছে।

ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত করার ক্ষেত্রে ওয়াশিংটনের চতুর্থ লক্ষ্য হল, রাশিয়া, চীন ও ইরানসহ আমেরিকার বিরোধীদের মোকাবেলা করার জন্য তার ইউরোপীয় মিত্রদেরকে সংঘবদ্ধ করা।

কিন্তু, বর্তমান পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে, ইউক্রেনকে দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়ে আমেরিকা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং তারা এমন এক নতুন বিশ্ব ব্যবস্থার মুখোমুখি হতে পারে যেখানে আমেরিকার মোড়লিপনার আর কোনো সুযোগ থাকবে না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সত্যি প্রেমে পড়েছেন শুভ-ঐশী

চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী এবং নায়ক আরিফিন শুভ-দুজনেই ব্যক্তিজীবনে যথেষ্ট আড়ালপ্রিয়। কাজ ছাড়া তাদের খুব একটা দেখা মেলে না। সোশ্যাল হ্যান্ডেলেও একেবারে সীমিত উপস্থিতি। তবু

বিস্তারিত »

অমুসলিম বিদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য নতুন দুটি নতুন মদের দোকান খোলার পরিকল্পনা করছে সৌদি আরব। এর মধ্যে একটি স্টোর রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোতে কর্মরত

বিস্তারিত »

হঠাৎ বেড়েছে শীতের সবজির দাম

মাত্র তিন-চার সপ্তাহ আগেই শীতকালীন সবজির আগাম সরবরাহে দাম কমেছিল রাজধানী ঢাকার বাজারগুলোতে। এরপর অনেকটাই নাগালে চলে আসে সবজির দাম। এমনকি গত সপ্তাহেও দামে স্বস্তি

বিস্তারিত »

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা ছাড়লেন

দুইদিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ভুটানের প্রধানমন্ত্রী তোবগে ২২ থেকে ২৪

বিস্তারিত »

৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল,

গাজায় গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর ৪৪ দিনে কমপক্ষে ৪৯৭ দফা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী। এতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। গাজার সরকারি মিডিয়া

বিস্তারিত »

ঢাকা সফরে কানাডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার সারা

কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের আন্তর্জাতিক বাণিজ্যের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার ও প্রধান বাণিজ্য কমিশনার সারা উইলশ প্রথমবারের মতো সরকারি সফরে ঢাকায় এসেছেন। সফরে তিনি অর্থনৈতিক

বিস্তারিত »

এস এম ইউসুফ: অনলবর্ষী বক্তা, প্রতিভাবান তেজস্বী রাজনীতিবিদ

এস এম ইউসুফ একজন অসাধারণ প্রতিভাধর রাজনীতিবিদ ছিলেন। ছেচল্লিশে পটিয়ার একটি গ্রাম থেকে উদ্ভূত হয়ে তাঁর আলোকসামান্য প্রতিভা প্রথমে চট্টগ্রাম, তারপর বাংলাদেশকে আবিষ্ট করে ফেলেছিলো।

বিস্তারিত »

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘ সময় ধরে চলা সরকারি অচলাবস্থার অবসানে বিলে স্বাক্ষর

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘ সময় ধরে চলা সরকারি অচলাবস্থার অবসানে বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে মার্কিন সরকারের কার্যক্রম পুনরায় চালু হতে আর কোনো

বিস্তারিত »

সংকট তৈরি করা হয়েছে: মির্জা ফখরুল

দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটা সংকট তৈরি করা হয়েছে, সেটা অপ্রয়োজনীয় সংকট। সেটার কোনো প্রয়োজন ছিল না।

বিস্তারিত »