চট্টগ্রামের প্রবীণ ফটো সাংবাদিক বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম মঞ্জুর ছোট ভাই নুরুল আলম খোকন আর নেই। সোমবার (৪ মার্চ) সকালে তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। এক শোক বার্তায় সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এক শোক বার্তায় মরহুমের মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন শোক জানিয়েছে। সোমবার এক শোক বার্তায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মিয়া আলতাফ এ শোক জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।