চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় ও কনফিডেন্স সিমেন্ট লি: এর আর্থিক পৃষ্ঠপোষকতায় সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগ রোববার (৩ মার্চ) সকালে চট্টগ্রাম নগরের সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি থেকে লিগের শুভউদ্বোধন করেন সাবেক সিটি মেয়র, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লি: এর মহাব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম।
সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক এ.কে.এম আবদুল হান্নান আকবর।
এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক হাসান মুরাদ বিপ্লব, নির্বাহী সদস্য মো. দিদারুল আলম, মোহাম্মদ রাশেদুর রহমান মিলন, মুজিবর রহমান, এনামুল হক, সিজেকেএস কাউন্সিলর শওকত হোছাইন, এইচ এম সোহেল, সাইফুল আলম বাবু, কাজী জসিম উদ্দীন, আবদুল্লাহ আল মামুন ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ প্রমুখ।