শহীদ মহিম উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে বাগমনিরাম ওয়ার্ডে বিভিন্ন স্কুলের ১০০০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান প্যানেল মোহাম্মদ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহিল সিরাজের সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, আওয়ামী লীগ নেতা হাজী শাহজাহান রতন, আব্দুল হান্নান, মো. শাহজাহান, মোহাম্মদ ইসমাইল।
এসময় উপস্থিত ছিলেন হাজী জাহাঙ্গীর, সেকান্দর কবীর, মো. মুজিব, এডভোকেট এ আহমেদ আরমান, আব্দুল ওয়াদুদ আরজু, রাশেদুল আজিম, হাজী জসিম মিয়া, সাইফুল আজম, উত্তম পাল, মাহবুব আলম, নূর বেগম, সানজিদা খানম উষা, পেয়ারী বেগম, রাসেল বাবু, সাহেদ সুমন প্রমূখ নেতৃবৃন্দ।
প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন সাকসেস করতে হলে তোমাদেরকেই গৌরবময় ভূমিকা রাখতে হবে। কেননা তোমরাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করতে পারবে। সে জন্য তোমাদের ভালোভাবে লেখাপড়া করতে হবে।
তিনি বলেন, আগামীতেও তোমাদের জন্য আমার পরিবার শহীদ মহিম উদ্দিন ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রণোদনা অব্যাহত থাকবে। আমি আমার ওয়ার্ডের বাসিন্দা ও ছাত্র-ছাত্রীদের অবিভাবকদের প্রতি কৃতজ্ঞ।