চট্টগ্রামের বাঁশখালীতে গভীর রাতে লোকালয়ে এসে তাণ্ডব চালিয়েছে বন্য হাতির দল। এতে হতাহত না হলেও বেশ কয়েকটি বসত ঘর ও ফসলের ক্ষেত বিনষ্ট হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) রাত দুইটায় সময় উপজেলার সাধনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ বানীগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্তরা হলেন-আহমদ ছফা সওদাগর, প্রকাশ রঞ্জন চৌধুরী ও প্রবীর চৌধুরী। এছাড়াও আক্রমনে শিকার হয়েছে বানীগ্রাম বাজারের রায় মার্কেটের আসফার সওদাগরের চাউলের দোকান সহ কয়েকটি দোকান।
স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, গত কয়েক বছর ধরে প্রায়শ্চই বন্যহাতির দল লোকালয়ে ঢুকে বসতবাড়ি ও খেতখামার নষ্ট করছে। হাতির আক্রমনের ভয়ে এলাকাবাসী শঙ্কায় দিনযাপন করছে। তিনি বন্যহাতির আক্রমণ রোধে উপজেলা নির্বাহী অফিসার ও বন বিভাগের কর্মকর্তাদের সহায়তা কামনা করেছেন।
কালীপুর রেঞ্জ কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, মূলত বন উজাড় হওয়ায় খাদ্যের সন্ধানে বন্যহাতির দল লোকালয়ে ঢুকে যাচ্ছে। ক্ষতিগ্রস্তদের আবেদন পেলে তদন্তপূর্বক বন বিভাগের আইন অনুযায়ী তাদের সহযোগিতা করা হবে।