শীতের মানবতার সেবায় কাজ করছে সীমান্তের অত্যন্দ্র প্রহরী বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। খাগড়াছড়ি সেক্টরের অধীনে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) শতাধিক শীতার্ত পরিবারের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করেছে।
সোমবার(২২ জানুয়ারি) সকালে উপজেলার হাগালাছাড়া, মুসলিমপাড়া, ১০ নাম্বার বাঘাইহাট, হাজাছড়া এবং বামে ভাইভাই ছড়া এলাকার শীতার্ত শতাধিক পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাঘাইহাট ব্যাটালিয়ন(৫৪ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, পিএসসি,।
এসময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৪ বিজিবির ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল হাসান, সহকারী পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া প্রমুখ।
শীতবস্ত্র বিতরণকালে লে. কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, পাহাড়ে প্রচণ্ড শীত। দুর্গম এলাকার মানুষগুলো শীতে প্রচুর কষ্ট পায়, আগুন জ্বালিয়ে শীত নিবারণ করে। শীতে পোশাক কিনতে পারে না। তাদেরকে শীতে থেকে উষ্ণতা দেয়ার জন্য বিজিবি পক্ষ থেকে শীতার্ত দুঃস্থদের মাঝে শীতের উপহার হিসেবে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। বিজিবি দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি মানবতার কল্যাণেও কাজ করে। এই ধারবাহিকতা অব্যাহত থাকবে।
হাগালাছাড়া এলাকার গোলফিতা চাকমা(৬৫), হাজাছাড়ার স্বর্নদেবী চাকমা(৬০) ও ১০ নাম্বার এলাকার ফাতেমা বেগম(৫৫) বলেন, শীত আসলে আমাদের অনেক কষ্ট হয়। বিজিবি শীতের কম্বল দিয়েছে, রাতে গায়ে দিয়ে ভালো করে ঘুমাতে পারব। বিজিবিকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। বিজিবি সব সময় আমাদের সাহায্য সহযোগিতা করে।