খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় যন্ত্রপাতি অভাবে দাঁতের চিকিৎসা সেবা পাচ্ছে না উপজেলাবাসী। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ডেন্টাল বিভাগের চিকিৎসকরা রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়েই দায়িত্ব শেষ করছেন ।
জানা গেছে, হাসপাতালে দন্ত চিকিৎসার জন্য নির্দিষ্ট কোন কক্ষ নেই। সাধারণ রোগীদের একই কক্ষে গাদাগাড়ি করে রোগী দেখতে হয়।
দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন এলাকা থেকে আসা দাঁতের রোগী মোছা. ডালিয়া পারভীন বলেন, দাঁতের সমস্যা নিয়ে হাসপাতালের আসছি। কিন্তু দাঁতের চিকিৎসার প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় ডাক্তার এমনিতে দেখে কিছু ঔষধ দিয়েছে।
বাবুছড়া ইউনিয়ন থেকে আসা নভেল চাকমা বলেন, দাঁতের ব্যথা নিয়ে হাসপাতালে আসছি চিকিৎসা দিয়েছে তবে, ভালো করে দেখতে পারেনি। কারণ প্রয়োজনীয় যন্ত্রপাতি হাসপাতালে নেই। শহরে গিয়ে এক্স-রে করে চিকিৎসা নিতে বলেছেন।
দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স ডেন্টাল বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নিউটন চাকমা বলেন, হাসপাতালে দাঁতের রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নাই। তাই প্রাথমিকভাবে দেখে দাঁতের চিকিৎসা দিয়ে থাকি। সেবার পরিধি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও নির্দিষ্ট কক্ষের প্রয়োজন। দুঃস্থ ও গরির রোগীরা অর্থের অভাবে দাঁতের উন্নত চিকিৎসার জন্য শহরের যেতে পারে না। যন্ত্রপাতি থাকলে ছোট খাটো সমস্যা হাসপাতালে চিকিৎসা দেয়া সম্ভব হতো।
দীঘিনালা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা তনয় তালুকদার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ৫০ শয্যার নতুন ভবনের কাজ প্রায় শেষ। নতুন ভবনে শিফট হলে আলাদা করে ডেন্টাল বিভাগের ব্যবস্থা করা হবে। আপাতত প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হচ্ছে।