চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে বসতঘর, গ্যারেজসহ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ডের ছৈয়দ বাহার উল্লাহপাড়া মকবুলিয়া জামে মসজিদ সংলগ্ন মৃত ছালামত আলী সওদাগরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে আনছারুল ইসলাম ও নজরুল ইসলাম, মৃত ইলিয়াসের পুত্র মো. রিয়াদুল ইসলাম বাড়ি ও গ্যারেজ (প্রকাশ কংকর মৌলভীর গ্যারেজ) এবং গ্যারেজ সংলগ্ন গাড়ির বডি তৈরির সরঞ্জামের দোকান সম্পুর্ণ পুড়ে গেছে।
আগুনে ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম জানান, আমার বাড়িতে আমি এবং আমার বড় ভাই বাইরে ছিলাম। আমি মসজিদে নামাজ পড়ে বাড়িতে এসে আগুনের তীব্রতা দেখে দিশেহারা হয়ে পড়ি। বাড়িতে তখন কেউ ছিল না। হঠাৎ আগুন দেখে দৌড়ে এসে ভিতরে ঢুকার চেষ্টা করি কিন্তু আগুন তীব্রতা বেশি থাকার কারণে ভিতরে ঢুকতে পারিনি।
স্থাপনাগুলো বাঁশের বেড়া ও টিন শেডের হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী বাড়িতে ছড়িয়ে পড়লে ভয়াবহ অবস্থা তৈরি হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগে আনছারুল ইসলাম ও নজরুল ইসলাম, মৃত ইলিয়াসের পুত্র মো. রিয়াদুল ইসলামের বাড়ি এবং কংকর মৌলভীর গ্যারেজ ও গ্যারেজ সংলগ্ন গাড়ির বডি তৈরির সরঞ্জামের এক দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মো. আবুল বশর বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছাই এবং দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।