মাসখানেক আগেই যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। চ্যাম্পিয়ন হওয়ার পথে গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে সহজেই হারিয়েছিল মাহফুজুর রহমান রাব্বির দল। অথচ যুব বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সেই লঙ্কান দলটির কাছেই পাত্তা পেল না বাংলাদেশ।
রোববার (১৪ জানুয়ারি) অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ডিএলএস মেথডে ১১২ রানে হেরেছে বাংলাদেশ।
প্রিটোরিয়ায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে লঙ্কানরা। জবাবে ৩৬.২ ওভারে ৯ উইকেটে ১১৯ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।
এদিন ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে ভালো শুরু এনে দেন দুই লঙ্কান ওপেনার পুলিন্দু পেরেরা ও ভিসেন হালামবেগ। ব্যক্তিগত ৩০ রানে হালামবেগ ফিরলেও অর্ধশতক করেন পুলিন্দু। মিডল অর্ডারে দলের হাল ধরেছিলেন দিনুরা কালুপাহানা। ৪৬ বলে ৩৪ রান করেন তিনি।
বাংলাদেশের পক্ষে ২৬ রানে ২ উইকেট শিকার করেন ওয়াসি সিদ্দিকি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। এশিয়া কাপের সেঞ্চুরিয়ান আশিকুর রহমান শিবলি ফেরেন ১১ রান করে। আরেক ওপেনার আদিল বিন সিদ্দিক করেন ১৫ রান। তিন নম্বরে নামা জিশান আলম শুরুটা করেছিলেন ভালো। কিন্তু ২৭ বলে ২৬ রান করেই আউট হয়ে যান তিনিও।
জিশানের বিদায়ের পর বাংলাদেশের ইনিংসে প্রতিরোধ গড়তে পারেননি আর কেউই। গোটা ইনিংসে দুই অঙ্কের রান ছুঁয়েছেন মাত্র পাঁচজন। নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিঁটকে যায় তারা।