মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক, ১৪৩২, ২৮ রবিউস সানি, ১৪৪৭

ত্রিবিভক্ত আ.লীগের নেতাকর্মী, না থেকেও আছে জামাত-বিএনপি

প্রচার প্রচারণায় মুখরিত জনপদ বাঁশখালী

প্রকাশ বড়ুয়া, বাঁশখালী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকী। দম ফেলানোর ফুসরত পাচ্ছে না প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, ছুটছে ভোটারের দরজায়। দশম ও একাদশ সংসদ নির্বাচনের তুলনায় এবার উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ভোটারদের মধ্যে। প্রার্থীদের পাশাপাশি তাদের স্ত্রী-পুত্র-কন্যা আত্মীয় পরিজন ভোটের মাঠে কোমর বেঁধে নেমেছে। যেটি পূর্ববর্তী নির্বাচনে দেখা মেলেনি। স্ব স্ব প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করছে, ছুটে যাচ্ছে প্রত্যন্ত এলাকার ভোটারদের কাছে। প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়িয়ে ভোটারদের আকৃষ্ট করতে নিরন্তর চেষ্টায়রত।

সংসদীয় আসন নং ২৯৩ চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে মোট ভোটার ৩,৭০,৭৭৫ জন। তম্মধ্যে পুরুষ ভোটার ১,৯৭,৮৭৬ জন, নারী ভোটার ১,৭২,৮৯৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

এই আসনে এবার দশজন প্রার্থী থাকলেও প্রচারণায় রয়েছে ৯ জন। দুই দুইবারের সাংসদ আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচনী মাঠে রয়েছে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ কবির লিটন (ট্রাক), মুজিবুর রহমান (ঈগল), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মহিউল আলম চৌধুরী (মোমবাতি), ন্যাপ সমর্থিত আশীষ কুমার শীল (কুড়েঘর), ইসলামি ঐক্য জোটের শফকত চাঁটগামী (মিনার) খালেকুজ্জামান (বেঞ্চ), আবদুল মালেক আশরাফী (চেয়ার) মামুন আবছার চৌধুরী (আম) ও কংগ্রেস সমর্থিত জিল্লুর করিম শরীফি (ডাব) প্রতীকে নির্বাচন করছেন।

মূলত নয়জন প্রার্থীর সরব প্রচারণা থাকলেও ভোটের প্রতিদ্বন্দ্বিতায় লড়াই হবে ত্রিমুখী। বর্তমান সাংসদ দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহজে বৈতরণী পার হলেও এবার কঠিন পরীক্ষায় ফেলেছে দুই স্বতন্ত্র প্রার্থী।

বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের দীর্ঘদিনের সভাপতি ও দুই মেয়াদের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর সঙ্গে উপজেলা আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের বৃহদাংশ, মহিলা আওয়ামীলীগ-যুবলীগ, ওলামালীগ রয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সহ নৌকা প্রতীকে নির্বাচিত পৌর মেয়রসহ অধিকাংশ চেয়ারম্যান একাত্ম আছে।

অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হলেও প্রধান সড়ক প্রশস্তকরণ, বেঁড়িবাধ নির্মাণ, একটি কলেজ ও দুটি উচ্চ বিদ্যালয় সরকারীকরণসহ শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ, করোনাকালে ব্যক্তিগত উদ্যোগে আইসোলেশন সেন্টার স্থাপন , বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণসহ সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা, ফায়ার সার্ভিস, বাঁশখালী থানা আধুনিকীকরণ, আওয়ামীলীগের স্থায়ী কার্যালয় নির্মাণ করেছে। বাঁশখালীতে ৫০ হাজারের অধিক সংখ্যালঘু ভোটার থাকায় সুবিধাজনক অবস্থায় থাকলেও স্হানীয় কিছুসংখ্যক নেতাকর্মীদের সাথে দুরত্ব ভোগাবে নিঃসন্দেহে।

অপরদিকে শক্ত প্রতিপক্ষ দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য পরীক্ষিত আওয়ামীলীগ নেতা এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ঘনিষ্ট আত্মীয় স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ কবির লিটন ট্রাক প্রতীক নিয়ে লড়ছে। দীর্ঘদিন রাজনীতি মাঠে সরব থাকায় বাঁশখালীর প্রত্যেক ইউনিয়নে তার বিশাল সমর্থক ও কর্মীবাহিনী রয়েছে। এছাড়াও বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য নুরুল মোস্তফা চৌধুরী সংগ্রাম, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি আকতার হোসেন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ সোলায়মানসহ বেশ কজন সাবেক বর্তমান ইউপি চেয়ারম্যান ট্রাক মার্কার সমর্থনে সক্রিয়ভাবে মাঠে রয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, শিল্পপতি মুজিবুব রহমান সিআইপির ঈগল প্রতীকের জনসমর্থন সমগ্র বাঁশখালীজুড়ে চোখে পড়ার মতো। উপজেলা রাজনীতিতে সক্রিয় না থাকলেও উপজেলা আওয়ামীলীগের একাংশ সবসময় সম্পৃক্ত ছিল। বেকারদের কর্মসংস্থান, করোনাকালে সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনাসহ সামাজিক কল্যাণমুখী কর্মকাণ্ড করে আসছে। তাছাড়াও ত্রি-বিভক্ত আওয়ামীলীগের একটি অংশের নেতৃবৃন্দ ও কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধি তার সাথে রয়েছে।

মূলত এই তিনজনের প্রচারণা, মাইকিং, পোস্টার, ব্যানার, জনসংযোগ, জনসভা ও জনসম্পৃক্ততা অপর ৬ প্রার্থীর চেয়ে ঢের এগিয়ে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করা বিএনপি-জামাতের সমর্থিত অনেক মধ্যসারির নেতাকর্মী নির্বাচনী মাঠে আছে একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে। এই আসনে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেখা দিলেও বাঁশখালীতে বিএনপি-জামাতের শক্ত ঘাঁটি থাকায় জামাত-বিএনপির ভোট পার্থক্য গড়ে দিবে বলে ধারণা করছে অনেকেই।

ইতিমধ্যে নির্বাচনী পরিবেশ সমুন্নত রাখতে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা মাঠে নেমেছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম বাঁশখালীর প্রত্যেক প্রার্থী ও আইন শৃংখলা বাহিনীর সাথে মতবিনিময় ও ব্রিফিং করেছে।

তিনি জানান, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আইন-শৃংখলা বাহিনী নির্বাচন শেষ হওয়া পর্যন্ত কঠোর অবস্থানে থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে দাবি না মানলে বুধবার পদযাত্রা ঘোষণা

  অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা চলতি বছরের ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ মোট পাঁচটি দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী

বিস্তারিত »

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র 

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমি চাই চট্টগ্রাম হোক একটি ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটি, যেখানে সব ধর্ম, বর্ণ ও

বিস্তারিত »

রোববার বেলা ১১টায় গুলশানে সংবাদ সম্মেলন করবে বিএনপি

রোববার বেলা ১১টায় গুলশানে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি/ ফাইল ছবি রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন

বিস্তারিত »

মৃত্যুবার্ষিকীতে আইয়ুব বাচ্চুকে নিয়ে স্ত্রীর আবেগঘন বার্তা

দেশীয় ব্যান্ড সংগীতের অন্যতম দিকপাল, গিটার জাদুকর, এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু। রুপালি গিটার ফেলে চলে গেছেন, কিন্তু আজও আইয়ুব বাচ্চু প্রাণবন্ত হয়ে আছেন ভক্তদের হৃদয়ে।

বিস্তারিত »

করপোরেট সিন্ডিকেট না ভাঙলে ১ নভেম্বর থেকে ডিম-মুরগি উৎপাদন স্থগিত

সরকার দেশের পোলট্রি খাত নিয়ন্ত্রণ করা করপোরেট সিন্ডিকেট না ভাঙলে ১ নভেম্বর থেকে ডিম-মুরগি উৎপাদন স্থগিত করার হুমকি দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন

বিস্তারিত »

শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

প্রাইমমুভার ও সিঅ্যান্ডএফ শ্রমিকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। বন্দর থেকে সব ধরনের পণ্য ও কনটেইনার আনা-নেওয়া বন্ধ রয়েছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল

বিস্তারিত »

ইধিকার বিয়ের নিয়ে যা বললেন

ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের পর ভারতীয় বাংলা সিনেমায় নাম লেখান। সেখানে একের

বিস্তারিত »

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান হাসপাতালে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান পিত্তথলির জটিলতায় অসুস্থ হয়ে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে এ তথ্য দিয়েছেন

বিস্তারিত »

নিয়মিত জামায়াতে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেলো ২৬ শিক্ষার্থী

কিশোরগঞ্জের মিঠামইনে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করায় ২৬ শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। গত শনিবার (১১ অক্টোবর) বিকেলে মিঠামইন জিরো পয়েন্টে মহিষারকান্দি যুবসমাজের

বিস্তারিত »