চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় একটি বাসে এবং কর্ণফুলী থানা এলাকার একটি মিনি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ নভেম্বর) রাত আটটা থেকে নয়টার মধ্যে দুই গাড়িতে এই আগুন লাগার ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, ‘যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে বাস ও ট্রাক পুড়ে গেছে।’
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, রাত নয়টার দিকে বহদ্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে কালুরঘাট স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে, রাত আটটার দিকে কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়কে একটি চলন্ত মিনি ট্রাকে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবীর জানান, ‘বাসের ব্যাটারি সংযোগস্থল হতে আগুন লেগেছে বলে শ্রমিকরা জানিয়েছেন। তারপরও ঘটনাটি নাশকতা কিনা সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
কর্ণফুলী থানার ওসি জহির হোসেন জানান, যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত মিনি ট্রাকে আগুন লাগে। এতে হতাহতের ঘটনা ঘটেনি।