চট্টগ্রামের মিরসরাইয়ে করেরহাট ইউনিয়নের সকল সামাজিক সংগঠন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়দের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে৷
রোববার (৫ নভেম্বর) বিকালে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের সৌজন্যে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে৷
জানা গেছে, করেরহাট ইউনিয়নে বেশ কিছু সামাজিক ক্লাব রয়েছে যারা নিয়মিত বিভিন্ন খেলার আয়োজন করে। এছাড়া করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় প্রতিবারই উপজেলা ও জেলা পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে সফলতার সাক্ষর রেখেছে৷ তাদের অনুপ্রেরণা ও উৎসাহ দেয়ার জন্যেই ক্রিকেট, ফুটবল ও ব্যাডমিন্টন খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে৷
এবিষয়ে করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, সাতবারের নির্বাচিত এমপি সাবেক সফল মন্ত্রী প্রিয় নেতা ইন্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও আগামীর অভিভাবক মাহবুব রহমান রুহেল ভাইয়ের পক্ষ থেকে করেরহাট ইউনিয়নের সকল সামাজিক ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়দের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে৷ করেরহাট শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে এগিয়ে যাবে। আমি সবসময় পাশে আছি।