গাজীপুরের কোনাবাড়ীতে সোমবার (৩০ অক্টোবর) বিকেলে একটি পোশাক কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকদের আগুন দেয়া কারখানাটি ব্যবসায়ী এবং জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিলের নয়। এদিন রাত ৯টায় সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নায়ক নিজেই।
এদিন সন্ধ্যায় দেশের কয়েকটি সংবাদমাধ্যম ‘গাজীপুরে অনন্ত জলিলের পোশাক কারখানায় আগুন’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। যা দৃষ্টি এড়ায়নি ‘দিন : দ্য ডে’ সিনেমার নায়কের। কারখানাটি তার না হওয়ায় বিষয়টি নিয়ে তাৎক্ষণিক বার্তা দেন তিনি। আর জানান―আগুন লাগা কারখানাটি তার নয়।
এছাড়া এ ব্যাপারে সোশ্যাল মিডিয়া ফেসবুক এদিন রাত ৯টা ১০ মিনিটে ভেরিফায়েড পেজে তাৎক্ষণিকে একটি স্ট্যাটাস দেন অনন্ত জলিল। সেখানে তিনি লেখেন, ‘গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভের সময় অনন্ত জলিলের কারখানায় আগুন―এ শিরোনামের নিউজটি সম্পূর্ণ মিথ্যা।’
গাজীপুরের কোনাবাড়ীতে এ ব্যবসায়ী ও নায়কের কোনো কারখানা নেই জানিয়ে তিনি লেখেন, ‘গাজীপুরের কোনাবাড়ীতে আমার কোনো ফ্যাক্টরি নেই। আমার দুটি গ্রুপ অব কোম্পানি। একটি এ জে আই গ্রুপ এবং আরেকটি এ বি গ্রুপ। দুটিই সাভারের হেমায়েতপুরে অবস্থিত।’