যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে বিএনপির সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়া মিয়া জাহিদুল ইসলাম আরেফিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
রোববার (২৯ অক্টোবর) বিকেলে তাকে আটক করা হয়।
শাহজালাল বিমানবন্দরের ওসি ইমিগ্রেশন এ তথ্য নিশ্চিত করেন। আরেফিকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে সরকার পতনের একদফা দাবিতে মহাসমাবেশ ডেকেছিল বিএনপি। সমাবেশ শুরু হওয়ার আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। এতে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন প্রায় অর্ধশত। এ সময় সমাবেশের সংবাদ সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীর উপরও হামলা করা হয়। ভাংচুর করা হয় গণমাধ্যমের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল।
দিনভর সংঘর্ষের পর সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপি এক সংবাদ সম্মেলন ডাকে। এই সংবাদ সম্মেলনে নিজেকে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা পরিচয় দিয়ে বক্তব্য দেন আরেফি। অবশ্য সেই দিন রাতেই এ তথ্য অস্বীকার করে ঢাকায় মার্কিন দূতাবাস। এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, মার্কিন সরকারের কোনো কর্মকর্তাই বিএনপির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।
এদিকে, রোববার সকালেই আরেফিকে শনাক্ত করার কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি নারায়ণগঞ্জে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘সে (আরেফি) বাংলাদেশী বংশোদ্ভূত, তার ব্যাপারে তদন্ত করা হচ্ছে।’