চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং সাইফ পাওয়ারটেক লি: এর পৃষ্ঠপোষকতায় সাইফ পাওয়ারটেক সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে উদ্বোধন করা হয়।
সিজেকেএস এর সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ লিগের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার মো. রেজাউল করিম।
চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস.এম শহীদুল ইসলাম এর সভাপতিত্বে এবং সিজেকেএস নিবার্হী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস এর সহ-সভাপতি আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, এ.কে.এম.এহসানুল হায়দার চৌধুরী বাবুল,মো, হাফিজুর রহমান, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, সিজেকেএস কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন জাহাঙ্গীর, সিজেকেএস নির্বাহী সদস্য আলহাজ¦ আবুল হাসেম,মোহাম্মদ ইউসুফ,গোলাম মহিউদ্দীন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন,হাসান মুরাদ বিপ্লব, মো. দিদারুল আলম,নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. হারুন আল রশীদ, সিডিএফএ সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত চৌধুরী, নির্বাহী সদস্য কাজী মো. জসিম উদ্দিন, সিজেকেএস ফুটবল কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক আকতারুজ্জামান, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, মাহমুদুর রহমান মাহবুব,চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রবীন কুমার ঘোষ, কপিল উদ্দীন খান, তানভীর আহমেদ চৌধুরী, মুজিবুর রহমান, আনোয়ারুল ইসলাম, সাজিব বিকাশ বডুয়া টুটুল, সৈয়দ গিয়াস উদ্দিন মাহমুদ হেলাল, সৈযদ জিয়া উদ্দিন সোহেল, লুৎফুল করিম সোহেল, আব্দুল্লাহ আল মামুন, সাইফুল্লাহ চৌধুরী, মো. এনামুল হক, রায়হান উদ্দিন রুবেল, আলী হাসান রাজু, সৈয়দ নূর নবী লিটন, সাইফুল আলম খান, মো. জাফর ইকবাল, এমএ মুসা বাবলু, আব্দুর রশিদ লোকমান, মো. আশরাফুজ্জামান আশরাফ, সিডিএফএ কাউন্সিলর আলী আকবর, আয়াজ উদ্দিন রকি, হাসান মো. মোক্তার সিডিএফএ যুগ্ম-সম্পাদক সালাউদ্দিন জাহেদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় কিষোয়ান স্পোর্টিং ক্লাব ৫-১ গোলে গেলবারের চ্যাম্পিয়ন দল মাদারবাড়ী উদয়ন সংঘকে পরাজিত করে লিগে শুভ সূচনা করে। দলের হয়ে আবির ও শফিক দুটি করে এবং সাজ্জাদ একটি গোল করেন। অন্যদিকে প্রতিপক্ষের হয়ে একমাত্র গোলটি করেন আফরোফ আলী।