উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ায় পৌঁছেছেন। রোববার (১০ সেপ্টেম্বর ব্যক্তিগত বুলেটপ্রুফ ট্রেনে চড়ে পিয়ংইয়ং থেকে রাশিয়ার উদ্দেশে রওনা হন কিম। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাপানের গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, এই বৈঠকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলাপ করা হবে। দক্ষিণ কোরিয়ার কয়েকটি সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে বিবিসি বলছে, রাশিয়ার ভ্লাদিভোস্তকের স্থানীয় সময় মঙ্গলবার সকালে এই বৈঠক হওয়ার কথা।
এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে অস্ত্রচুক্তি হলে পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে।
গত রোববার ব্যক্তিগত বুলেটপ্রুফ ট্রেনে চড়ে পিয়ংইয়ং থেকে রাশিয়ার উদ্দেশে রওনা হন কিম। জাপানের সংবাদমাধ্যম কিয়োদো নিউজ জানায়, কিম জং উনকে বহনকারী একটি ট্রেন রাশিয়ার খাসান রেলস্টেশনে পৌঁছেছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ধারণা করছি মঙ্গলবার ভোরে রাশিয়া পৌঁছেছেন কিম। এ নিয়ে খাসান প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
এদিকে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, সোমবারই ভ্লাদিভোস্তকে পৌঁছেছেন কিম। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ইস্টার্ন ইকোনমিক ফোরামের একটি অনুষ্ঠানে অংশ নেওয়া পর কিমের সঙ্গে বৈঠকে বসবেন পুতিন। এ সফরে এরমধ্যে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা হবে। এরপর প্রয়োজনে উভয় দেশের নেতারা পরস্পরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন।