চট্টগ্রামের পতেঙ্গায় পারিবারিক অশান্তির জেরে জয়া মজুমদার (২২) নামে এক স্কুল শিক্ষিকা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে পতেঙ্গার কাঠগড় এলাকার ২ নম্বর গলির নিজ বাসভবনে তিনি আত্মহত্যা করেন।
আত্মহননকারী জয়া মজুমদার ওই এলাকার স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তার স্বামীর নাম সুজিত মজুমদার। জয়ার সহপাঠীরা জানান, তার সংসারে দীর্ঘদিনের কলহ ছিল। ওই দম্পতির ৬ বছরের একটি মেয়ে রয়েছে।
এ বিষয়ে পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, শুক্রবার রাত আটটার দিকে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। রাতে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সুরতহাল শেষে লাশ চট্টগ্রাম মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
এসআই সাইদুর রহমান আরও জানান, ৬ বছরের মেয়েটিকে পাশের বাসায় পাঠিয়ে দিয়ে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তবে কি কারণে করেছেন তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, স্বামীর সঙ্গে ঝগড়ার জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
-মুক্তি৭১/জেআ