১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পটিয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলম।
প্রধান বক্তা ছিলেন কবি নূর মোহাম্মদ চৌধুরী সাহিত্য রত্ন ফাউন্ডেশনের উপদেষ্টা মিসেস রেহানা চৌধুরী।
সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী, আব্দুল মান্নান, সাহেব মিয়া, উপজেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রিটন বড়ুয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম জুয়েল, যুবলীগ নেতা বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, আতিক হাসান, রাকিব উদ্দিন, সাদ্দাম হোসেন, মোহাম্মদ আরিফ প্রমুখ।