রমজান মানুষকে শিক্ষা দেয় অসহায় মানুষের পাশে দাড়াতে দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিতে। রমজান মাসে ব্যতিক্রম উদ্দ্যেগে ইফতার পার্টি না করে, খাগড়াছড়ি দীঘিনালায় অফিসার্স ক্লাবে সকল কর্মকর্তারা দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম এর উদ্যোগে ইফতার পার্টির পরিবর্তে দীঘিনালায় বেতছড়ি ও জুরজুরি পাড়া দুটি বৃহৎ আশ্রয়ণের ১শত২ টি গরীব অসহায় পরিবারকে ১ কেজি গরুর মাংস এবং তেল-পিয়াজ-মসলা বিতরণ করেন।
শনিবার (৮এপ্রিল) বিকালে বেতছড়ি ও জুরজুরি পাড়া দুটি বৃহৎ আশ্রয়ণের ১শত ২ টি গরীব অসহায় পরিবারকে ১ কেজি করে গরুর মাংস এবং তেল-পিয়াজ-মসলা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মোস্তফা কামাল মিন্টু, সহকারী কমিশনার(ভূমি) উম্মে ইমামা বানিন, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মোহাম্দ আলী, নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছা: মাহমুদা বেগম লাকী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো: জসীমসহ অফিসার ক্লাবের অফিসারবৃন্দ।
এতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মো: কাশেম ।