খাগড়াছড়ির দীঘিনালায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকা-ের পুড়ে ছাই। এতে ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মালামাল পুড়ে গেছে।
গত সোমবার দিবাগত রাত পৌনে ১টায় দীঘিনালা উপজেলার থানাবাজার এলাকার সিমেন্টের গুদাম, কসমেটিক্স, কুকারিস. কাঁচা মালে আরদসহ বিভিন্ন মালামালের দোকান পুড়ে যায়। এসময় আগুন লাগলে দোকানের পাশে থাকা একটি বসতঘরও পুড়ে যায়।
দীঘিনালা ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারনা করা হয়েছে । স্থানীয়রা বাসিন্দা সামীর বাবু (৩০) বলেন, ‘আগুন লাগার পর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে দীঘিনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় মানুষের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।’
ক্ষতিগ্রস্থ দোকান মালিকেরা জানান,রাত সাড়ে ১২টার দিকে ‘হঠাৎ আগুন লেগে দোকানে থাকা সকল মালামাল পুড়ে যায়। আগুন লাগার পর কোন কিছুই বের করা সম্ভব যায়নি। ঈদকে সামনে রেখে সব কয়টি দোকানে পরিপূর্ণ মালামাল ছিলো। আগুন সকল মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে।’
পুলিশ ও দমকল বাহিনীর সূত্র জানায়, স্টেশনের ০২টি ইউনিট ঘটনাস্থলে এসে ৩ ঘন্টা প্রচেষ্ঠায় ভোর ৩টায় আগুন নেভায়। এতে কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি।
দীঘিনালা ফায়ার স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ নুরেনবী জানান, দীঘিনালা থানা বাজারের ‘মধ্যরাতের আগুনে সাতটি দোকানের ভিতরে থাকা সকল মালামাল একেবারেই পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারা করা যাচ্ছে।’ এদিকে, আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম।