অবৈধভাবে ভারতে পাচার হতে যাওয়া ১১ হাজার ৮শত ৫৪ কেজি মসলা জাতীয় পন্য চুইঝাল উদ্ধার করেছে খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন পানছড়ি ৩ বিজিবি। দক্ষিনাঞ্চলে যার বাজার মূল্য প্রতি কেজি ৮৫০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। এ হিসেবে এর বাজার মূল্য প্রায় ১ কোটি ৭৫ হাজার ৯০০ থেকে ২ কোটি ৩৭ লাখ ৮ হাজার টাকা।
গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে পানছড়ি ৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিউদ্দীন আহমেদ পিএসসির দিক নির্দেশনায় এবং জেসিও নায়েক সুবেদার মো. আলাউদ্দিন এর নেতৃত্বে ২নং চেঙ্গী ইউনিয়নের বড়কলক এলাকা হতে এসব মসলা জাতীয় পন্য চুইঝাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ভারতে পাচারের উদ্দ্যেশ্যে পানছড়ির ২নং চেঙ্গী ইউনিয়নের দুর্গম সীমান্ত এলাকা বড়কলকে ১১হাজার ৮শত ৫৪ কেজি চুইঝাল জমা করা হয়। এর মধ্যে ৭ হাজার ১৩২ কেজি চুইঝাল দুটি ট্রাকে লোড অবস্থায় ছিল এবং বাকি ৪ হাজার ৭২২ কেজি চুইঝাল আনলোড অবস্থায় ছিল। যেকোনো সময় সুযোগ করে তা ভারতে পাচার করতো পাচারচক্র। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তা আটক করা হয়। এতে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পাচার হতে যাওয়া কোটি টাকার চুইঝাল উদ্ধার করা হয়েছে।
পানছড়ি ৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিউদ্দীন আহমেদ পিএসসি বলেন, ‘ভারতে পাচারের উদ্দ্যেশ্যে জমাকৃত ১১ হাজার ৮৫৪ কেজি চুইঝাল বিজিবির অভিযানে উদ্ধার করা হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে এ চুইঝালের প্রচুর চাহিদা রয়েছে। সর্ব মোট ১১ হাজার ৮৫৪ কেজি চুইঝাল খাগড়াছড়ি বনবিভাগের পানছড়ি রেঞ্জ কার্যালয়ে জমা করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি এসব চোরাচালান রোধে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।