বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইভিএম বা ব্যালট বিষয় নয়, বিষয় হচ্ছে অনির্বাচিত অবৈধ সরকারের অধীনে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে ভোট চুরি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। সুতরাং নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচনে জনগণ বা বিএনপি যাবে না। ইভিএম না ব্যালটে হলো, এটা নিয়ে জনগণের কোনো মাথাব্যথা নেই।
সোমবার নগরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত একটি ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি এই ইফতার মাহফিলের আয়োজন করে।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সঠিক সংবাদ পরিবেশন করায় সরকার সাংবাদিকদের মামলা দিচ্ছে, গ্রেপ্তার করছে, একটা ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। সাংবাদিকদের সাহসিকতা দেখাতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, এই সরকার স্বেচ্ছায় ক্ষমতা থেকে বিদায় নেবে না। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল উদ্দিন, নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, নগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ প্রমুখ।