শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক, ১৪৩২, ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৭

রুপালি পর্দায় ওয়াসিম আকরাম

বিনোদন ডেস্ক

একসময়ে বল হাতে বিশ্বের সব বড় ব্যাটসম্যানকে কাবু করেছেন ওয়াসিম আকরাম। ওয়ানডে ক্রিকেটে প্রথম ৫০০ উইকেটের মাইলফলক অতিক্রম করেছিলেন তিনি। পাকিস্তানি এই পেসার একসময়ে ছিলেন দলের অধিনায়ক। ক্রিকেট বিশ্বে ওয়াসিম ‘সুলতান অব সুইং’ হিসেবেই সুপরিচিত।

২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানান ওয়াসিম আকরাম। মাঠের ক্রিকেটকে বিদায় জানালেও এর সঙ্গ ছাড়তে পারেননি তিনি। ম্যাচে কমেন্ট্রি বক্সে মাইক্রোফোন হাতে কিংবা কোচ হিসেবে ক্রিকেটের সঙ্গেই ছিলেন তিনি।

সর্বকালের অন্যতম সেরা বাঁ-হাতি এই পেসার এবার নাম লেখালেন সিনেমা জগতের রুপালি পর্দায়। ‘মানিব্যাক গ্যারান্টি’ ওরফে ‘এমবিজি’ নামে পাকিস্তানি সিনেমায় অভিনয় করেছেন ওয়াসিম আকরাম। তিনি শুধু নিজে একা নন, সিনেমায় অভিনয়ে সঙ্গে নিয়েছেন স্ত্রীকেও।

পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, একাধিক টিভি বিজ্ঞাপনে উপস্থিত হওয়ার পর পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম প্রথমবারের মতো ‘মানি ব্যাক গ্যারান্টি’ ওরফে ‘এমবিজি’ সিনেমায় অভিনয় করেছেন। সঙ্গে তার স্ত্রী শানিয়েরাও রয়েছেন।

আসন্ন ঈদুল ফিতরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটির বিশেষ স্নিক পিক। ছবিটি আগামী এপ্রিলে মুক্তি পাবে বলে নির্মাতারা ঘোষণা করেছেন। পাকিস্তানি অভিনেতা ফয়সাল কুরেশির লেখা ও পরিচালনায় সিনেমাটি অ্যাকশন এবং কমেডিধর্মী থ্রিলার। তাই অভিনয় জগতে এমবিজি ওয়াসিমের জন্য প্রথম উপযুক্ত ‘অভিনয় প্রকল্প’ হিসেবে কাজ করবে।

এ সিনেমায় শুধু আকরাম দম্পতিই নয়, পাকিস্তানি হার্টথ্রুব ফাওয়াদ খান, অভিনেতা মির্জা গোহর রশিদ, শেহরিয়ার মুনাওয়ার, মানি ও মিকাল জুলফিকারসহ আরও কয়েকজন তারকাও রয়েছেন। জুলফিকার তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এমবিজির ট্রেলার শেয়ার করেছেন।

১৯৬৬ সালের ৩ জুন লাহোরের পাঞ্জাবের জন্মগ্রহণ করেন ওয়াসিম আকরাম। এক সময় লাহোরের সরকারি ইসলামিয়া কলেজে উদ্বোধনী বোলার এবং ব্যাটসম্যান হিসেবে খেলতেন তিনি।

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের একদিনের আন্তর্জাতিক ও টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব করা ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই বোলার ১৯৯২ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ছাড়া তিনি ও ওয়াকার ইউনুস ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বোলিং জুটি গড়েছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্বও পালন করছেন তিনি।

টেস্ট ক্যারিয়ারে ১০৪ ম্যাচে দুই হাজার ৮৯৮ রান ও ওয়ানডেতে ৩৫৬ ম্যাচে তিন হাজার ৭১৭ রান করেছেন দ্য গ্রিন ম্যানদের এই ক্রিকেটার। এর মধ্যে ৩ সেঞ্চুরি ও ১৩ হাফসেঞ্চুরি রয়েছে তার। এ ছাড়া বল হাতে টেস্টে ৪১৪টি উইকেট নিয়েছেন এই বোলার। এর সঙ্গে লিস্ট ‘এ’ ক্রিকেটেও ৮৮১ উইকেট শিকার করেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি : চট্টগ্রাম, নোয়াখালী সবখানে তিনি নেতা

মিষ্টি হাসিমাখা মায়াবি মুখাবয়বের অধিকারী রবিউল হোসেন ছিলেন ষাটের দশকের চট্টগ্রামের ছাত্র রাজনীতির একজন প্রিয়ভাজন নেতা। ষাটের শেষভাগে উদ্ভূত হয়ে তিনি নিজের জন্য আলাদা আসন

বিস্তারিত »

বাবার কারণে লজ্জায় স্কুল যাচ্ছে না ইমরান হাশমির ছেলে!

বলিউড অভিনেতা ইমরান হাশমি। বিরতি ভেঙে ফিরেই হইচই ফেলে দিয়েছেন তিনি। ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ তার ছোট ক্যামিও মুহূর্তেই ভাইরাল হয়। কিন্তু এই জনপ্রিয়তা যে

বিস্তারিত »

শান্তিপূর্ণ জীবন চাই: আঁখি আলমগীর

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আঁখি আলমগীর। সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে মানুষের ভণ্ডামি থেকে মুক্তি চান বলে জানান তিনি। গত শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পোস্ট দিয়ে

বিস্তারিত »

পরীক্ষা দিতে গিয়ে পিটুনি খেলেন ছাত্রলীগ নেতা

চট্টগ্রাম নগরীর হাজারী লেন এলাকায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ক্যাম্পাসে আশিফুল হক (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি

বিস্তারিত »

দম-এ মেহজাবীন

নাটকে বিরতি দিয়ে ওটিটিতে নিয়মিত হয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এই অভিনেত্রী এখন পুরোপুরি চলচ্চিত্রে মনোনিবেশ করেছেন। সেই ধারাবাহিকতায় নতুন সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন মেহজাবীন। শোনা

বিস্তারিত »

সাভারে শিক্ষার্থীদের সংঘর্ষ, অগ্নিসংযোগ

ঢাকার সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। গত রোববার রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত বিরুলিয়া

বিস্তারিত »

সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা

বলিউড সুপারস্টার সালমান খান এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সৌদি আরবের রিয়াদে এক অনুষ্ঠানে মুখ ফসকে এমন কথা বললেন, যা নিয়ে তোলপাড় পাকিস্তানজুড়ে। বেলুচিস্তানকে ‘ভিন্ন দেশ’ হিসেবে

বিস্তারিত »

দোষ দেখিনি সামিরার ডন

বাংলা সিনেমার চিরচেনা মুখ সালমান শাহ- যার অকালমৃত্যু এখনো রহস্যে ঘেরা। মৃত্যুর প্রায় তিন দশক পরও এই নায়কের অপমৃত্যু মামলা ফের আলোচনায়। আত্মহত্যা না হত্যা-

বিস্তারিত »

আমার প্রিয় নায়কের বুকে আমি নিজেই ছুরি চালাই: মর্গকর্মী রমেশ

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। অপমৃত্যুর মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। সেই সূত্রেই আবারও সামনে এসেছে সালমানের

বিস্তারিত »