চট্টগ্রামে ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা মাস্টারদা সূর্য সেন নির্ভীক দেশপ্রেমিক ছিলেন। তিনি যুব বিদ্রোহের মাধ্যমে উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন অনেক দূর এগিয়ে নিয়েছিলেন।
পরাধীনতার শৃঙ্খলমুক্তির আন্দোলন ত্বরান্বিত করে মানুষকে স্বাধীনতা আন্দোলনে প্রেরণা ও সাহস জুগিয়েছিলেন।
বুধবার (২২ মার্চ) মাস্টারদা সূর্য সেনের ১৩০ তম জন্মদিবসে রাউজানে মাস্টারদা সূর্য সেন স্মৃতি পাঠাগারের সামনের আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধানিবেদন করে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এসব কথা বলেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, ৭ নম্বর রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু,মাস্টারদা সূর্য সেন স্মৃতি পাঠাগারের সভাপতি শ্যামল কুমার পালিত, রাউজান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, কাউন্সিলর হাজি ইকবাল, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, কামরুল ইসলাম, সুমন দে, আবদুল লতিফ, যুবলীগের তপন দে, আবু সালেহ, ছাত্রলীগের অনুপ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মাস্টার দা’র আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়।