ঢাকায় বিপিএলের শেষ পর্বের আগে নতুন অফার নিয়ে এলো বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। নগদ-এর মাধ্যমে কেনাকাটা করলে থাকছে বিপিএলের টিকেট জেতার সুযোগ।
আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলের ঢাকা পর্বে প্রতিদিন গ্রাহকপ্রতি দুইটি করে টিকেট দেবে নগদ। ফাইনালসহ প্লে-অফ পর্বের চার ম্যাচও এই অফারের আওতাধীন থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই অফারের কথা জানিয়েছে নগদ।
এই অফার পেতে নগদ অ্যাপ বা *১৬৭# ডায়াল করে সরাসরি স্টোরে গিয়ে অথবা নগদ সংশ্লিষ্ট কোনো মার্চেন্ট থেকে অনলাইনে ন্যূনতম দুই হাজার টাকা বা এর বেশি কেনাকাটা করতে হবে।
এরপর ticket.nagad.com.bd ওয়েবসাইট ভিজিট করে নিশ্চিত করতে হবে টিকেট।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নং গেট সংলগ্ন নগদ বুথ থেকে সংগ্রহ করতে হবে এই টিকেট। মজুদ থাকার ওপর নির্ভর করে বিভিন্ন ক্যাটাগরির টিকেট দেবে নগদ।
এই অফারে পাওয়া টিকেট বিক্রয়যোগ্য নয় বলে জানিয়েছে নগদ কর্তৃপক্ষ।