রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ১৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) একই সময়ে বঙ্গোপসাগরে একটি ভূমিকম্পের তথ্য দিয়েছে।
ইউএসজিএস তথ্যমতে, রিখটার স্কেলে ভূকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২। ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বঙ্গোপসাগর। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ভূমিকম্পের কেন্দ্র ছিল বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম দিকে, একেবারে ভারতের কাছাকাছি। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১। ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকা থেকে ৫২৯ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।